Site icon Amra Moulvibazari

দীঘির আগেই বিয়ে করে ফেললেন বন্ধু আফ্রিদি

দীঘির আগেই বিয়ে করে ফেললেন বন্ধু আফ্রিদি


মঙ্গলবার রাতেই ছড়িয়ে পড়ে ছবিগুলো। কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বিয়ে। ছবিতে পাত্রী হিসেবে যাকে দেখা গেছে, তিনিও এক কনটেন্ট ক্রিয়েটর। তবে তরুণ এই কনটেন্ট ক্রিয়েটরের বিয়ের চেয়ে উৎসুক প্রশ্ন তৈরি হয়েছে, বান্ধবী দীঘির আগেই বিয়ে করে ফেললেন আফ্রিদি!

আফ্রিদির বিয়ের ছবিগুলো দেখে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে জাগো নিউজের বিনোদন বিভাগ। হোয়াটস অ্যাপে ফোন করা হলে ফোন ধরেননি আফ্রিদি। ছবিগুলো সত্যিকারের বিয়ের, নাকি কোনো নতুন কনটেন্ট সেটা নিশ্চিত হওয়া যায়নি।

আফ্রিদির বিয়ের ছবি দেখে কেউ কেউ মনে করছেন, এগুলো আগের ছবি। আবার কেউ বলছেন, এসব কোনো নতুন কনটেন্ট প্রচারের উদ্দেশেও প্রকাশ করা হতে পারে। নয়তো খুনের মামলা মাথায় নিয়ে বিয়ে করতে যাবেন কেন এই তরুণ!

সামাজিক গণমাধ্যমে জনপ্রিয় তৌহিদ আফ্রিদি। তবে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে নীরব ছিলেন তিনি। এমনকি তার নামে হয়েছে হত্যা মামলাও। রাজধানীর যাত্রাবাড়ী থানায় করা ওই হত্যা মামলায় আফ্রিদি এজাহারনামীয় ১১ নম্বর আসামি। তবে জানা গেছে, এরই মধ্যে সেসব মামলা থেকে নিজের নাম কাটিয়ে নিয়েছেন তিনি।

শোনা যাচ্ছে, টিকটকার রাইসাকে বিয়ে করেছেন আফ্রিদি। এতদিন রাইসার সঙ্গে প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করেছিলেন এই তরুণ ইউটিউবার। বিয়ের ছবিগুলো বলছে, সেই রাইসাকেই বিয়ে করেছেন আফ্রিদি। শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা পাওয়া অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির সঙ্গেও আফ্রিদির প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। সেসময় দুজনেই জানিয়েছিলেন, তারা ভালো বন্ধু।

ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর হিসেবে আলোচিত তৌহিদ আফ্রিদি। ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউবে রয়েছে তার লাখ লাখ অনুসারী। তার পাত্রী রাইসা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন। অসমর্থিত এক সূত্রে জানা গেছে, দুই পরিবারের সম্মতিতে ঘরোয়াভাবে বিয়ে করেছেন রাইসা ও আফ্রিদি।

অন্যদিকে আফ্রিদির নামে মামলা প্রসঙ্গে অন্য এক সূত্র জানিয়েছে, মামলাটির মিমাংসা হয়ে েগছে। এক কোটি টাকা দিয়ে বাদী জয়নাল আবেদিনের সঙ্গে মামলায় আপোষ করে হলফনামায় সই করিয়েছেন মাই টিভির কর্ণধার নাসির উদ্দিন সাথী ও তার ছেলে তৌহিদ আফ্রিদি। এমনকি বাদী জয়নাল আবেদিনের মেয়েকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তারা।

তৌহিদ আফ্রিদি তার ইউটিউব চ্যানেলটি চালু করেন ২০১৫ সালে। চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা ৬৩ লাখের বেশি। এখন পর্যন্ত তৌহিদ আফ্রিদির ইউটিউব চ্যানেলে ২ শতাধিক ভিডিও পোস্ট করা হয়েছে।

এমআই/আরএমডি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version