বয়স মাত্র ২১ বছর , তবে আর পাঁচজন সাধারণ যুবকের মতো দেখতে নয় এলি । তার ওপর তার আছে সারাদিন জঙ্গলে থেকে ঘাসপাতা খাওয়ার অভ্যেস । আর এ জন্যই রুডইয়ার্ড কিপলিংয়ের গল্পের সেই মোগলির সঙ্গে তুলনা করা হয়েছিল এলিকে । সম্প্রতি এক টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে বিরল রোগে ভোগা এলির দুর্দশার কথা জানিয়েছে তার মা ।শুরু হয়েছে ফান্ড জোগাড়ের কাজ ।
লক্ষ্য এলির জীবনযাপনের দুর্দশা ঘোচানো।নিজের প্রথম পাঁচটি সন্তানকে হারানোর পর ১৯৯৯ সালে অভাগা মায়ের জীবনে আসে এলি ।আফ্রিকার দেশ রুয়ান্ডাতে জন্ম নেওয়া এই এলি যেন অন্যদের চেয়ে একেবারে আলাদা ।গ্রামের লোকেরা তাকে তাড়া করে , ঢিল ছোড়ে ।
তাদের উদ্দেশ্যে অদ্ভুত মুখভঙ্গি করে এলি । মাইক্রোসেফালি নামের এই বিরল রোগে ভোগে বাচ্চাদের মাথা শরীরের তুলনায় অনেকটাই ছোট থাকে ।এই কারণে ছোট থেকে সে কথাও বলতে পারে না । ফলে সব মিলিয়ে দ্রুতই সকলের বিদ্রুপের শিকার হয়ে ওঠে এলি ।মায়ের আক্ষেপ সন্তানকে স্কুলেও পাঠাতে পারেননি তিনি ।
আফ্রিম্যাক্স নামের স্থানীয় টিভি চ্যানেলটিকে দেওয়া সাক্ষাৎকারে এলির মা জানিয়েছিলেন , এলির দুর্দশার কথা তার কথা শোনার পর এবার ওই চ্যানেলের পক্ষ থেকেই পদক্ষেপ নেয়া হয় ।এলি ও তার পরিবারের পাশে দাঁড়ানোর । এই আবেদনে ।মিলেছে অভূতপূর্ব সাড়া ।
এরই মধ্যে উঠে গিয়েছে প্রায় ৪ হাজার ডলার । শুরু হয়েছে এলির উন্নত চিকিৎসা ।