Site icon Amra Moulvibazari

কত কোটি পেলেন ‘পুষ্পা-২’র এই আইটেম গার্ল

কত কোটি পেলেন ‘পুষ্পা-২’র এই আইটেম গার্ল


আবারও সিনেমার পর্দা কাঁপাতে আসছে পুষ্পা। চন্দন কাঠের চোরাকারবারি থেকে এলাকার ডন হয়ে ওঠা যুবক পুষ্পার শাসনামল দেখা যাবে এবার। সঙ্গে থাকবে তার প্রিয় শ্রীভল্লিও। এরইমধ্যে ট্রেলার প্রকাশ করে জমজমাট এক সিনেমার আভাস দিয়েছেন পরিচালক সুকুমার। ‌আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানার ‌‘পুষ্পা-২’ এর অপেক্ষায় দিন গুনছেন দর্শক।

আগের পর্বের মতো এবারেও পুষ্পার মন রাঙাতে থাকছে একটি আইটেম সঙ্গ। তবে আইটেম গার্ল হিসেবে সামান্থা থাকছেন না। তার পরিবর্তে এবার নাচে গানে ঝড় তুলবেন শ্রীলীলা। সম্প্রতি ছবির নির্মাতারা আইটেম গানে তার প্রথম লুক প্রকাশ করেছেন, যা দেখে ভক্তরা উচ্ছ্বসিত হয়ে ওঠেছেন।

আজকালকার সিনেমায় আইটেম গান দারুণ গুরুত্বপূর্ণ এক মশলা হিসেবে কাজ করে। অনেকে দাবি করেন সিনেমার সাফল্যকে এগিয়ে নেয় একটি ভালো আইটেম গান। সেজন্য এই বিশেষ গান নিয়ে বাজেটও থাকে বিশাল। যেমন পুষ্পার প্রথম পর্বের ‘উঁ আন্তাভা’ আইটেম গানে নাচতে সামান্থা একাই ৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন!

তাই আলোচনায় এসেছে এবার কত পাচ্ছেন নতুন আইটেম সুন্দরী শ্রীলালা? পিঙ্কভিলা জানাচ্ছে, আইটেম নাম্বারের জন্য ২ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ২ কোটি ৮৩ লাখেরও বেশি।

বেশকিছু সূত্র বলছে, আগামী ৫ ডিসেম্বর মুক্তি পেতে যাওয়া ‘পুষ্পা ২’ ছবিতে আইটেম গানটির জন্য শ্রদ্ধা কাপুরকে প্রস্তাব করা হয়েছিল। তিনিও সামান্থার মতো ৫ কোটি রুপি দাবি করেছিলেন। তবে নির্মাতারা ওই বিপুল অঙ্ক দিতে অস্বীকার করেন এবং শ্রীলীলাকে ‘কিসসিক’ গানের জন্য চূড়ান্ত করেন।

আরও জানা গেছে, ৫০০ কোটি বাজেটের ‘পুষ্পা : দ্য রুল’ সিনেমার জন্য আল্লু অর্জুন ৩০০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। অন্যদিকে পুষ্পার প্রেমিকা শ্রীভল্লি চরিত্রের রাশমিকা মান্দানা পেয়েছেন ১০ কোটি রুপি।

প্রসঙ্গত, ‘পুষ্পা ২’ সিনেমার আইটেম গান দিয়ে আলোচনায় আসা শ্রীলালা বেঙ্গালুরুর এক খ্যাতনামা শিল্পপতির মেয়ে। তার জন্ম মার্কিন মুলুকে। তার মা পেশায় স্ত্রীরোগবিশেষজ্ঞ। চার বছর আগে কন্নড় ছবি দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন এই উদীয়মান অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি চিকিৎসাবিদ্যা নিয়ে পড়াশোনা করছেন তিনি।

অভিনেতা পবন কল্যাণের ‘ওস্তাদ ভগত সিং’, মহেশ বাবুর ‘গুন্টুর কারম’ ও বিজয় দেবরাকোন্ডার নাম ঠিক না হওয়া ছবির জন্য ইতিমধ্যেই স্বাক্ষর করেছেন শ্রীলীলা। জানা গেছে, এখন তার পারিশ্রমিক ছবিপিছু দুই কোটি রুপি।

এলএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version