Site icon Amra Moulvibazari

গুগল ক্রোম ব্যবহারে সতর্ক না হলে ফাঁকা হতে পারে ব্যাংক

গুগল ক্রোম ব্যবহারে সতর্ক না হলে ফাঁকা হতে পারে ব্যাংক


গুগল ক্রোম কমবেশি সবাই ব্যবহার করছেন। ফোনে কিংবা ডেস্কটপে। তবে আপনি যদি গুগল ক্রোম ব্যবহারে সতর্ক না হোন তাহলে খুব সহজেই হ্যাকার আপনার ব্যাংক অ্যাকাউন্টের টাকা হাতিতে নিতে পারে। এমনকি আপনার ডিভাইসের সব অ্যাক্সেস নিয়ে নিতে পারে।

মানিকন্ট্রোলের রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে, ব্যবহারকারীদের অসতর্কতার জন্যই বহিরাগত সাইবার অপরাধীরা নিজেদের পছন্দমতো কোড রান করতে পারে দুর্বল সিস্টেমগুলোতে। এর মাধ্যমে অনায়াসে ওই ডিভাইসে অ্যাক্সেস পেয়ে যায় তারা। ফলে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সহজেই তাদের হাতে এসে যায়।

হ্যাকাররা এই দুর্বলতার সুযোগ নিচ্ছে। যার জেরে পাসওয়ার্ড, ব্যাঙ্কিং তথ্য, অ্যাড্রেস এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য-সহ সেনসিটিভ ইউজার ডেটা বেআইনি ভাবে অ্যাক্সেস করার ডাটা পেয়ে যাচ্ছে। এর জেরে বৃদ্ধি পাচ্ছে আর্থিক জালিয়াতি এবং নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি।

এজন্য আপনি প্রথমেই আপনার গুগল ক্রোম আপডেট করুন। সব সময় লেটেস্ট ভার্সনে গুগল ক্রোম আপডেট করে রাখা খুবই নিরাপদ। পুরোনো ভার্সনগুলোতে অ্যাক্সেস পেতে হ্যাকারদের বেশি সুবিধা হয়। দেখে নিন কীভাবে গুগল ক্রোম আপডেট করতে হবে-

>> গুগল ক্রোম ওপেন করতে হবে।
>> উপরের ডান দিকের কোণে থাকা তিনটি ডটে ক্লিক করতে হবে।
>> এবার হেল্প অপশনে যেতে হবে। এরপর অ্যাবাউট ক্রোম সিলেক্ট করুন।
>> গুগল ক্রোম স্বয়ংক্রিয়ভাবে নতুন আপডেটের জন্য চেক করতে হবে।
>> এরপর লেটেস্ট ভার্সন ইনস্টল করতে হবে।
>> এবার আপডেট কমপ্লিট করার জন্য নিজের ব্রাউজার রিস্টার্ট করতে হবে।

আরও পড়ুন

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কেএসকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version