Site icon Amra Moulvibazari

বাংলাদেশ জলসীমায় ঢুকে মাছ ধরার সময় আটক ১৭ ভারতীয় জেলে

বাংলাদেশ জলসীমায় ঢুকে মাছ ধরার সময় আটক ১৭ ভারতীয় জেলে

বাংলাদেশ জলসীমায় ঢুকে মাছ ধরার সময় আটক ১৭ ভারতীয় জেলেকে কারাগারে পাঠানো নির্দেশ দিয়েছেন আদালত । বৃহস্পতিবার দুপুরে বাগেরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক খোকন শেখ এই আদেশ দেন ।

বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় মঙ্গলবার বিকালে নিয়মিত টহলকালে অনুপ্রবেশকারী এফবি মা শিবানী নামের একটি ট্রলারসহ ১৭ ভারতীয় নাগরিককে আটক করে কোস্টগার্ড ।

পরে , সমুদ্র সীমানায় অবৈধ অনুপ্রেবেশ ও মাছ চুরির অপরাধে করা মোংলা থানায় মামলা দায়ের করে কোস্টগার্ড ।আজ আদালতে তোলা হলে তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন বিচারক ।

Exit mobile version