Site icon Amra Moulvibazari

মিয়ানমার থেকে পাচারের সময় ইয়াবা-অস্ত্রসহ রোহিঙ্গা ডাকাত আটক

মিয়ানমার থেকে পাচারের সময় ইয়াবা-অস্ত্রসহ রোহিঙ্গা ডাকাত আটক


কক্সবাজারের টেকনাফের নাফনদীর কেওড়া বাগান থেকে এক রোহিঙ্গা ডাকাতকে আটক করেছে বিজিবি। এ সময় ১ লাখ পিস ইয়াবা, ১টি ওয়ান শুটার গান (এলজি), ১ রাউন্ড গুলি এবং ১টি কাঠের নৌকা জব্দ করা হয়।

আটক ডাকাত টেকনাফের লেদা-২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মৃত সলিমুল্লাহর ছেলে মো. নুর রশিদ (২৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ (বিজিবিএমএস)।

অধিনায়ক বলেন, গোপন সংবাদে খবর ছিল মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে হ্নীলা বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-১১ থেকে আনুমানিক ০১ কি. মি. উত্তর-পূর্ব দিকে আনোয়ার প্রজেক্ট নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে। ওই সংবাদ পেয়ে উক্ত স্থানের নাফনদীর কেওড়া বাগান থেকে হ্নীলা বিওপির একটি টহলদল মো. নুর রশিদ নামে এক রোহিঙ্গাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১ লাখ পিস ইয়াবা, ১টি ওয়ান শুটার গান (এলজি), ১ রাউন্ড গুলি উদ্ধারসহ ১টি কাঠের নৌকা জব্দ করা হয়।

পরবর্তীতে জিজ্ঞাসাবাদে আটক মো. নুর রশিদ জানান, তিনি লেদা ক্যাম্পে অবস্থান করে দীর্ঘদিন যাবত মিয়ানমার থেকে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত। এছাড়া তিনি এফডিএমএন ক্যাম্পে আবুল কালাম ডাকাত দলের একজন স্বক্রিয় সদস্য। তিনি বিভিন্ন অনৈতিক কাজের সঙ্গেও জড়িত বলে স্বীকার করেন।

অধিনায়ক আরও বলেন, আটক ব্যক্তিকে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

জাহাঙ্গীর আলম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version