Site icon Amra Moulvibazari

কনস্টেবল নিয়োগে লিখিত পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী আটক

কনস্টেবল নিয়োগে লিখিত পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী আটক


ফরিদপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগে লিখিত পরীক্ষায় এস এম শামীম (২৮) নামে এক ভুয়া পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ফরিদপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় এ ঘটনা ঘটে।

এস এম শামীম ফরিদপুর কোতোয়ালি থানার মুরারীদহ গ্রামের মৃত এস এম বিল্লাল শেখের ছেলে। তিনি বিকুল তালুকদার (১৯) নামে এক পরীক্ষার্থী (যার রোল নং- ৫৫১০৬৩৬) সেজে পরীক্ষা কেন্দ্রে প্রবেশকালীন তাকে আটক করা হয়।

মঙ্গলবার সন্ধ্যায় ফরিদপুর জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এর সত্যতা নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, মূল ফটকে পরীক্ষা শুরুর আগে আগত পরীক্ষার্থীদেরকে জেলা পুলিশের একটি টিম পরীক্ষার প্রবেশপত্র ও নাম ঠিকানা যাচাই করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করাতে থাকে। পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ প্রবেশপত্র দেখিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে থাকাবস্থায় ভুয়া পরীক্ষার্থী এস এম শামীম একটি প্রবেশপত্র হাতে নিয়ে পরীক্ষা কেন্দ্রের গেটে হাজির হয়ে তার হাতে থাকা প্রবেশপত্রটি ডিউটিরত পুলিশ টিমকে দেখান। ডিউটিরত পুলিশ টিম প্রবেশপত্রে উল্লেখিত মূল পরীক্ষার্থীর ছবি ও ভুয়া পরীক্ষার্থী এস এম শামীম এর চেহারার সঙ্গে অমিল দেখতে পান এবং ডিউটিরত পুলিশ টিমের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করেন।

জিজ্ঞাসাবাদে তিনি প্রবেশপত্রে উল্লেখিত ঠিকানাটি নিজের বলে প্রথমত দাবি করলেও একপর্যায়ে স্বীকার করেন তিনি মূল পরীক্ষার্থী বিকুল তালুকদার নন। তার প্রকৃত নাম এস এম শামীম। মূল পরীক্ষার্থী বিকুল তালুকদারকে পরীক্ষায় পাস করে দেওয়ার জন্য ১০ হাজার টাকা চুক্তি করেছেন তিনি।

এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শৈলেন চাকমা (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জাগো নিউজকে বলেন, ফরিদপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগে লিখিত পরীক্ষায় এস এম শামীম (২৮) নামে এক ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এন কে বি নয়ন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version