Site icon Amra Moulvibazari

৯ হাজারের ওপর রান নিয়ে ১৯ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন ফরহাদ

৯ হাজারের ওপর রান নিয়ে ১৯ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন ফরহাদ


প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিল ২০০৫ সালে। ১৯ বছরের ক্যারিয়ারে ৯ হাজারের ওপর রান করে অবশেষে ইতি টানলেন রাজশাহী বিভাগের ব্যাটার ফরহাদ হোসেন।

জাতীয় ক্রিকেট লিগে রংপুর বিভাগের বিপক্ষে ম্যাচ খেলে বিদায় বলেছেন ফরহাদ। এটি ছিল তার ক্যারিয়ারের ১৬১তম ম্যাচ।

রাজশাহীতে শুরু, রাজশাহীতেই ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেললেন ফরহাদ। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৭ বছর বয়সী ব্যাটিং অলরাউন্ডারের ১৮ সেঞ্চুরিসহ রয়েছে ৯০৬৫ রান ও ১৬৫ উইকেট।

আজ (মঙ্গলবার) জাতীয় লিগের রাজশাহী-রংপুর ম্যাচের পর সংবর্ধনা দেওয়া হয় ফরহামদকে। রাজশাহী বিভাগ দলের পক্ষ থেকে ফরহাদের সতীর্থদের তার স্বাক্ষরিত জার্সি উপহার দেওয়া হয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে নির্বাচক হান্নান সরকার স্মারক ক্রেস্ট তুলে দেন ফরহাদকে। ফরহাদের বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দল ও রাজশাহীর সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটও।

ক্যারিয়ারের শেষ ম্যাচে অবশ্য হাসেনি ফরহাদের ব্যাট। রংপুরে বিপক্ষে দুই ইনিংসে করেছেন ২৬ ও ৯ রান। হেরেছে তার দলও।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version