Site icon Amra Moulvibazari

মসজিদুল হারামে কি তুষারপাত হয়েছিল?

মসজিদুল হারামে কি তুষারপাত হয়েছিল?


মসজিদুল হারামে তুষারপাত হচ্ছে এ রকম কিছু ছবি ও ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ ও ভিডিও শেয়ারের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ছবিগুলো বানানো এবং মসজিদুল হারামে তুষারপাতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে হারামাইনের খবর সরবরাহকারী ভেরিফায়েড ফেসবুক পেইজ ‘ইনসাইড দ্যা হারামাইন’।

মঙ্গলবার (১২ নভেম্বর) এক ফেসবুক পোস্টে ‘ইনসাইড দ্যা হারামাইন’ লিখেছে, ‘মক্কার মসজিদুল হারামে তুষারপাতের যেসব খবর প্রচার করা হচ্ছে এগুলো সম্পূর্ণ মিথ্যা। এ ধরনের ভুল তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে এবং অযথা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। কোনো খবর শেয়ার করার আগে অবশ্যই বিশ্বাসযোগ্য ও নির্ভরযোগ্য সূত্র থেকে তা যাচাই করে নিন।,

কাবা সংলগ্ন মসজিদুল হারাম ইসলামে সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ মসজিদ। মসজিদুল হারামে নামাজ আদায় করার সওয়াব অন্যান্য মসজিদে নামাজ আদায়ের চেয়ে অনেক বেশি। আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত নবিজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়সাল্লাম) বলেছেন,

صَلاَةٌ فِي مَسْجِدِي أَفْضَلُ مِنْ أَلْفِ صَلاَةٍ فِيمَا سِوَاهُ إِلاَّ الْمَسْجِدَ الْحَرَامَ وَصَلاَةٌ فِي الْمَسْجِدِ الْحَرَامِ أَفْضَلُ مِنْ مِائَةِ أَلْفِ صَلاَةٍ فِيمَا سِوَاهُ

আমার এ মসজিদের নামাজ মসজিদে হারাম ছাড়া অন্যান্য মসজিদের এক হাজার নামাজের চেয়ে বেশি ফজিলতপূর্ণ। অন্যান্য মসজিদের নামাজের তুলনায় মাসজিদুল হারামের নামাজ এক লক্ষ গুণ বেশি ফজিলতপূর্ণ। (সুনানে ইবনে মাজা ১৪০৬, মুসনাদে আহমাদ: ১৪৬৯৪)

ওএফএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version