Site icon Amra Moulvibazari

গণঅভ্যুত্থানে নির্বাচন অফিসগুলোর ক্ষতি নিরূপণ করবে ইসি

গণঅভ্যুত্থানে নির্বাচন অফিসগুলোর ক্ষতি নিরূপণ করবে ইসি


জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে দেশের বিভিন্ন অঞ্চলে নির্বাচন অফিসগুলোর কতটুকু ক্ষতি হয়েছে তা সরেজমিন খতিয়ে দেখতে ছয়টি কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিটিগুলোকে আগামী ১৮ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) ইসির সংস্থাপন শাখার উপসচিব মো. হেলাল উদ্দিন খানের জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।

এতে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক আন্দোলনে নির্বাচন কমিশন সচিবালয়ের আওতাধীন যেসব আঞ্চলিক ও জেলা নির্বাচন অফিস ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো সরেজমিনে পরিদর্শন করে তদন্ত প্রতিবেদন (ক্ষয়-ক্ষতির ছবিসহ সুস্পষ্ট তথ্য উল্লেখ করে প্রয়োজনীয় সুপারিশসহ) দাখিলের জন্য নির্দেশিত হয়ে অঞ্চলভিত্তিক ছয়টি কমিটি গঠন করা হলো।

কমিটির কার্যপরিধি

ক) ক্ষতিগ্রস্ত আঞ্চলিক ও জেলা নির্বাচন অফিসগুলো সরেজমিনে পরিদর্শন করে তদন্ত করা

খ) আঞ্চলিক ও জেলা নির্বাচন অফিসগুলোর মালামাল ও গাড়ির ক্ষয়-ক্ষতির ছবিসহ সুস্পষ্ট তথ্য সংগ্রহ করা

গ) প্রাসঙ্গিক অন্যান্য কার্যক্রম নেওয়া

ঘ) সরেজমিনে পরিদর্শন করে যাচাই-বাছাই ও পরীক্ষা-নিরীক্ষা করে সুস্পষ্ট মতামতসহ আগামী ১৮ নভেম্বরের মধ্যে সচিব বরাবর প্রতিবেদন দাখিল করা।

ছয়জন উপ-সচিবকে প্রধান করে গঠন করা হয়েছে দুই সদস্য বিশিষ্ট পৃথক পৃথক ছয়টি কমিটি। ছাত্র-আন্দোলনের সময় বিভিন্ন জেলা ও উপেজলা নির্বাচন অফিস ভাঙচুর, অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

এমওএস/এমএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version