Site icon Amra Moulvibazari

জবিতে হলবিহীন প্রভোস্ট নিয়োগ, শিক্ষার্থীদের ক্ষোভ

জবিতে হলবিহীন প্রভোস্ট নিয়োগ, শিক্ষার্থীদের ক্ষোভ


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের কোনো আবাসিক হল নেই। তবে হলবিহীন প্রভোস্ট নিয়োগ দেওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র হল-১ এর প্রভোস্ট হিসেবে আইন বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ আসাদুজ্জামান সাদীকে সিন্ডিকেট অনুযায়ী পরবর্তী দুই বছরের জন্য নিযুক্ত করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই আদেশ ১২/ ১১/ ২০২৪ হতে কার্যকর হবে এবং তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন।

এদিকে. বিশ্ববিদ্যালয়ের এমন অযাচিত বিজ্ঞপ্তি প্রকাশের পর ক্ষোভ ফেটে পড়েছেন শিক্ষার্থীরা। এ নিয়ে রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় তুলছেন সাধারণ শিক্ষার্থীরা।

আরও পড়ুন:

শিক্ষার্থীরা বলছেন, হল নেই অথচ প্রভোস্ট নিয়োগ দিয়ে বসেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নতুন প্রভোস্টকে যে নিয়োগ দেওয়া হয়েছে এজন্য তার ভাতাসহ অন্যান্য সুবিধা তো দেওয়া হবে। এ প্রশাসন যে কি করে, কিছুই বুঝতে পারছি না। আমাদের জন্য যা করা দরকার তা না করে উল্টোপথে হাঁটছে তারা।

যদিও এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিনের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শরমিন বলেন, আসলে আমাদের ছেলেদের কোনো হল নেই। তবে অস্থায়ী কিংবা স্থায়ীভাবে হোক আমরা হল উদ্ধার, বাসা ভাড়া নিয়ে থাকার ব্যবস্থা, দ্বিতীয় ক্যাম্পাসে হল নির্মাণ এসব যাবতীয় কাজ তদারকি করার জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

হলবিহীন এভাবে নিয়োগ দেওয়ার বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে এমন নিয়োগ দেওয়া হয়েছে আগে। আমরাও হলের আনুষ্ঠানিক কাগজপত্র থেকে শুরু করে অস্থায়ী আবাসনসহ সবকিছুর জন্য ওনাকে দায়িত্ব দিয়েছি নতুন করে।

২০০৫ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হবার পর থেকে ছাত্র-ছাত্রীদের জন্য আবাসিক কোনো হল নেই। ২০২২ সালে এক হাজার দুইশো ছাত্রীর আবাসস্থলের জন্য একমাত্র বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল চালু করা হয়। এর বাইরে ছাত্র-ছাত্রীদের জন্য কোনো হল নেই বিশ্ববিদ্যালয়টিতে।

আরএএস/এসএনআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version