Site icon Amra Moulvibazari

৪ পুলিশকে গ্রেফতারের নির্দেশ ট্রাইব্যুনালের

৪ পুলিশকে গ্রেফতারের নির্দেশ ট্রাইব্যুনালের


জুলাই-আগস্টের আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় গণহত্যার অভিযোগের মামলায় পুলিশের চার কর্মকর্তাকে গ্রেফতার করে হাজির করতে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এ চার পুলিশ কর্মকর্তার মধ্যে যাত্রাবাড়ী থানার ওসি (তদন্ত) জাকির হোসেন রয়েছেন। গ্রেফতারের স্বার্থে অন্য তিন পুলিশ কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি। তাদের গ্রেফতারের বিষয়ে অগ্রগতি প্রতিবেদন আগামী ১২ ডিসেম্বর ট্রাইব্যুনালে দাখিল করতে পুলিশকে বলা হয়েছে।

রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১২ নভেম্বর) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজার নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন- বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মহিতুল হক এনাম চৌধুরী।

আরও পড়ুন

ট্রাইব্যুনালে আবেদনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সঙ্গে ছিলেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম ও বিএম সুলতান মাহমুদ।

চিফ প্রসিকিউটর সাংবাদিকদের বলেন, চারজন পুলিশ অফিসারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চেয়েছিলাম। আদালত সেটা মঞ্জুর করেছেন। এ চারজনের মধ্যে একজন যাত্রাবাড়ী থানার ওসি (তদন্ত) জাকির হোসেন। তিনি এখন পলাতক।

তিনি বলেন, ক্যামেরায় একটা দৃশ্য ধরা পড়েছিল যে, একজন তরুণকে আহত অবস্থায় উদ্ধার করে নিয়ে যাচ্ছিল, তখন সে বেঁচে ছিল। তার পায়ে গুলি লেগেছিল। সেই ছেলেটিকে কাছ থেকে বুকে গুলি করে হত্যা নিশ্চিত করা হয়। পরে তার মরদেহও নানাভাবে বিকৃত করা হয়। এ ঘটনায় জাকির হোসেনসহ আরও তিনজন পুলিশ কর্মকর্তা জড়িত বলে অকাট্য প্রমাণ পেয়েছি।

এফএইচ/এমকেআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version