সিলেটে রেললাইনে কাজ করার সময় চট্টগ্রামগামী পাহাড়িকা ট্রেনে কাটা পড়ে মিজানুর রহমান নামে এক রেলকর্মীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সিলেটের শিববাড়ি পয়েন্টে ঘটে এ দুর্ঘটনা।
নিহত মিজান সিলেট রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. শহিদুল হকের ছেলে।
তিনি রেলের হেমারম্যান হিসেবে কর্মরত ছিলেন। সিলেট রেলওয়ে স্টেশনে তিনি লোহা সম্পর্কিত সব কাজ করতেন।
সিলেট রেলওয়ে স্টেশন মাস্টার আবু নাসের মো. রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মিজান রেললাইনে কাজ করছিলেন। অসাবধানতাবশত তিনি চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেসের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে রেলওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
আহমেদ জামিল/জেডএইচ/এএসএম
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।