Site icon Amra Moulvibazari

ভারতীয় অলংকারভর্তি ট্রাক জব্দ, চালক গ্রেফতার

ভারতীয় অলংকারভর্তি ট্রাক জব্দ, চালক গ্রেফতার


চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদে ভারতীয় অলংকারসহ আব্দুস শুকুর (৪০) নামে এক ট্রাকচালককে গ্রেফতার করেছে বিজিবি। মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে সোনামসজিদ চেকপোস্টে একটি ট্রাক তল্লাশি করে এসব অলংকার উদ্ধার করা হয়।

এসময় ট্রাকটি জব্দ করা হয়েছে। গ্রেফতার আব্দুস শুকুর শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের আব্দুল খালেকের ছেলে।

৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, সকালে সোনামসজিদ সীমান্ত পিলার সংলগ্ন এলাকায় একটি ট্রাক তল্লাশি করে ৪৩৭ কেজি ভারতীয় রুপা সাদৃশ্য অলংকার, ৩৩০ কেজি সিটি গোল্ডের অলংকার ও ৬৫ বস্তা চায়না ক্লে উদ্ধার করা হয়। এসময় চালককে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা হয়েছে।

সোহান মাহমুদ/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version