Site icon Amra Moulvibazari

দ্বিতীয় সংসারে প্রথমবার মা হচ্ছেন মেগান ফক্স

দ্বিতীয় সংসারে প্রথমবার মা হচ্ছেন মেগান ফক্স


হলিউড অভিনেত্রী মেগান ফক্স তার চতুর্থ সন্তানের অপেক্ষায় রয়েছেন। সোমবার (১১ নভেম্বর) অভিনেত্রী সামাজিক মাধ্যমে তার গর্ভাবস্থার ছবি পোস্ট করে আবারও মা হওয়ার খবর শেয়ার করেছেন। মেগানের নতুন দাম্পত্যসঙ্গী সংগীতশিল্পী মেশিনগান কেলির প্রথম সন্তান এটি।

এর আগে তার প্রথম সংসারে তিনটি সন্তান রয়েছে।

মেগান ফক্স সোমবার ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করেছেন। একটিতে তার বেবি বাম্প দেখা যাচ্ছে, আর অন্যটিতে প্রেগনেন্সি টেস্টের ইতিবাচক ফলাফল প্রকাশ করা হয়েছে।

এবিসি নিউজের প্রতিবেদন অনুসারে, মেগান ফক্স এবং গায়ক মেশিনগান কেলি ২০২২ সালে বাগদান করেছিলেন। তারা এক বছর আগে ঘোষণা করেছিলেন যে তারা বাবা-মা হতে যাচ্ছেন। কিন্তু দুঃখজনকভাবে, মেগান তখন গর্ভপাতের শিকার হন। তবে এখন দুজনেই সুখে ভাসছেন নতুন অতিথির অপেক্ষায়।

মেগান ফক্সের ব্যক্তিগত জীবন সবসময়ই সংবাদমাধ্যমের আলোচনায় থাকে। ২০০৪ সালে হোপ এন্ড ফেইথ টিভি শোয়ের সেটে অভিনেতা ব্রায়ান অস্টিন গ্রিনের সাথে তার পরিচয় হয়। তখন মেগানের বয়স ছিল ১৮ এবং ব্রায়ানের ৩০। বয়সের পার্থক্য থাকলেও মেগান সম্পর্কের ব্যাপারে কিছুটা দ্বিধায় ছিলেন। তবে ২০১০ সালে তিনি তার দ্বিধা কাটিয়ে ব্রায়ান অস্টিন গ্রিনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

এই দম্পতির তিনটি পুত্র সন্তান রয়েছে। ২০২০ সালে মেগান এবং ব্রায়ানের সম্পর্ক ভেঙে যায়।

ব্রায়ান অস্টিন গ্রিনের সাথে সম্পর্কের বিচ্ছেদের মাত্র দুই সপ্তাহ পরে মেগান তার নতুন প্রেমিক, মার্কিন সংগীতশিল্পী মেশিনগান কেলির সাথে সম্পর্ক নিয়ে খবরের শিরোনামে আসেন। মেশিন গান কেলির আসল নাম রিচার্ড কোলসন বেকার, এবং তিনি মেগানের চেয়ে চার বছর ছোট। তাদের সম্পর্ক শুরু হয় ২০২০ সালের জুনে, এবং ২০২২ সালের জানুয়ারিতে তারা বাগদানের ঘোষণা দেন।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version