জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরসহ পাঁচ দফা দাবি মেনে নেওয়ায় আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১২ নভেম্বর) সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার দপ্তরে বৈঠক শেষে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন তারা।
আন্দোলনের সংগঠক উদ্ভিদ বিদ্যা বিভাগের শিক্ষার্থী এ কে এম রাকিব বলেন, তারা আমাদের দাবি মেনে নিয়েছেন। তাই তিনদিনের আলটিমেটাম থাকছে না। তারা যেহেতু আমাদের দাবি মেনে নিয়েছে সেহেতু কর্মসূচি থেকে সরে আসছি আমরা।
তিনি বলেন, তারা জানিয়েছে দ্রুত অস্থায়ী আবাসনের ব্যবস্থা করবে। এক্ষেত্রে আমাদের সামনের বাজেটে সেগুলো দেখা হবে। এ কাজে যারা দুর্নীতিগ্রস্ত আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বলে দাবি জানিয়েছি। বর্তমানে দায়িত্বরত যিনি আছেন তাকে অব্যাহতি দেওয়ার দাবি ছিল, সেটি তারা মেনে নিয়েছে।
আইএইচআর/এমএএইচ/এমএস