Site icon Amra Moulvibazari

গুলিস্তানে হকার উচ্ছেদের খবরে পার্কে লুকানো ৫০০ ভ্যান গাড়ি জব্দ

গুলিস্তানে হকার উচ্ছেদের খবরে পার্কে লুকানো ৫০০ ভ্যান গাড়ি জব্দ


রাজধানীর গুলিস্তানের শহীদ মতিউর পার্কে লুকিয়ে রাখা হকারদের ভ্যান গাড়ির বিরুদ্ধে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে অভিযান চালিয়ে গুলিস্তানের রাস্তা দখল করে বসা হকারদের গাড়ির বিরুদ্ধে এ অভিযান চালানো হয়। অভিযানে অন্তত ৫ শতাধিক ভ্যান গাড়ি জব্দ করা হয়েছে।

উচ্ছেদ অভিযানের বিষয়ে উপস্থিত ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার খোন্দকার নাজমুল হাসান বলেন, গুলিস্তানে আমরা দিনে চারবার অভিযান চালায়। কিন্তু অভিযানে এসে কোনো গাড়ি পাওয়া যায় না। পরে তথ্য পেলাম আমরা অভিযানে আসার পর হকাররা গাড়িগুলো শহীদ মতিউর পার্কে এনে রাখে। অভিযানের দল চলে গেলে তারা আবারও রাস্তায় চলে আসতো। পরে সিটি করপোরেশনের সহযোগিতায় আজ গাড়ি রাখার স্থানেই অভিযান চালিয়েছি।

এক প্রশ্নের জবাবে অতিরিক্ত কমিশনার নাজমুল বলেন, যখন রাস্তায় অভিযান চালানো হয় তখন তারা মুহূর্তের মধ্যেই চলে যায়। এই গাড়িগুলো আসলে যায় কোথায়? তখন তদন্ত করতে এসে এখানে পেয়েছি। আর তারা পার্কে টাকা দিয়ে থাকে নাকি ইজারাদার তাদের রাখে সে বিষয় আমরা জানি না। পার্কের ইজারা দিয়েছে সিটি করপোরেশন। তাই এখানে গাড়ি রাখা বৈধ না অবৈধ সেটা পুলিশের বলা সম্ভব না।

অভিযানে সিটি ডিএমপির ট্রাফিক, ক্রাইম, সিটি করপোরেশন ও সেনাবাহিনী সহযোগিতা করে।

ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে ব্যবস্থার বিষয় জানতে চাইলে তিনি বলেন, ফিটনেসবিহীন গাড়ি, লক্কর ঝক্কর গাড়ি, অবৈধগাড়ির বিরুদ্ধে অভিযান চলছে। গত ২১ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ট্রাফিক পক্ষ ছিলো। এই ১৫ দিনে ডিএমপির ট্রাফিক বিভাগ সাড়ে ২৪ হাজার গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। অবৈধ গাড়ি পার্কিং, ফিটনেসবিহীন গাড়ি আছে, রুট পার্মিট ছাড়া গাড়িসহ বিভিন্ন গাড়ি ছিলো। এই রাস্তায় হকারের কারণে গাড়ি চলতে পারে না। প্রতিদিনই আমরা অভিযান চালাচ্ছি।

রাস্তা দখল করা হকারদের সঙ্গে প্রশাসনের অনেকের যোগসাজশ রয়েছে। এই চোর পুলিশ খেলা কবে শেষ হবে জানতে চাইলে ডিএমপির ট্রাফিক বিভাগের প্রধান বলেন, আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। আজ বিশেষ অভিযান চালিয়েছি রাস্তা দখলে ব্যবহৃত গাড়িগুলো জব্দ করে বাজেয়াপ্ত করেছে সিটি করপোরেশন। আজ প্রায় পাঁচশ গাড়ি জব্দ করা হয়।

টিটি/এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version