Site icon Amra Moulvibazari

হাটহাজারীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

হাটহাজারীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু


চট্টগ্রামের হাটহাজারীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাটিরহাট রেল স্টেশনের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, ওই ব্যক্তি রাতে রেললাইনের ওপর শুয়ে ছিল। ভোরে ট্রেনে কাটা পড়ে মারা যান।

রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শহিদুল ইসলাম বলেন, আজ সকালে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়েছি। থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এএজেড/এমআরএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version