Site icon Amra Moulvibazari

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৭ শ্রমিক

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৭ শ্রমিক


নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকায় গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সাত শ্রমিক দগ্ধ হয়েছেন।

তারা হলেন, মো. মিজান (৩৫), মো. জাহাঙ্গীর আলম (৪৫), মো. রিপন (৩৮), মো.সুলতান (২৩), মো. শাহজালাল (৪৫), জয় (২০) ও রাজু (২৪)। তারা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

সোমবার (১১ নভেম্বর) রাত ১১টার দিকে কাঁচপুরের সোনাপুর লাভলী সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

তাদেরকে হাসপাতালে নিয়ে আসা মো. রুবেল জানান, রাতে লাভলী সিনেমা হলের সামনের রাস্তায় কল বসানোর কাজ চলছিল। সেখানে ঝালাইয়ের কাজ করতে গেলে পাশের গ্যাসের মেইন লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে ঘটনা ঘটে। এতে ওই সাত শ্রমিক দগ্ধ হন।

শেখ হাসিনা জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, মিজানের শরীরের ১৯ শতাংশ, জাহাঙ্গীর আলমের ১০ শতাংশ, রিপনের ৯ শতাংশ, সুলতানের ২০ শতাংশ, শাহজালালের ৭ শতাংশ, জয়ের শরীরের ২২ শতাংশ ও রাজুর শরীরের ২ শতাংশ দগ্ধ হয়েছে।

কাজী আল-আমিন/এসআইটি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version