Site icon Amra Moulvibazari

মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের প্রীতি ফুটবল ম্যাচ

মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের প্রীতি ফুটবল ম্যাচ


বিখ্যাত ফুটবল তারকা মোহাম্মদ সালাহ’র দেশ মিশরে আল-আজহার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ছাত্রাবাস স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ।

এ সময় উপস্থি ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজ ও আল-আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড ইমামের আন্তর্জাতিক ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. নাহলা সাবরি আল-সাঈদিসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

স্থানীয় সময় বিকেল তিনটায় প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয় মিশরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের দুটি দল ‘তাব্বা বনাম দাররাসা’ টিমের মধ্যে।

দেশটিতে বাংলাদেশি শিক্ষার্থীদের অঙ্গ ছাত্র সংগঠন ‘আজহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ’ এর সার্বিক ব্যবস্থাপনায় খেলার প্রথমার্ধে দাররাসা টিম ২-০ গোলে এগিয়ে যায় এবং বিরতির পর আরও দুই গোল দিয়ে চূড়ান্ত জয় অর্জন করতে সক্ষম হয় তারা।

দাররাসা টিমের হয়ে মোহাম্মদ ওমায়ের (২২) দুই গোল, মিনহাজ (২১) এবং নাসিম (২০) এক এক গোল করে দাররাসার বিজয় চূড়ান্ত করে।

ম্যাচটির দর্শকের গ্যালারিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিশরে বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজ, বিশেষ অতিথি ছিলেন আল-আজহার এর গ্র্যান্ড ইমামের আন্তর্জাতিক ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. নাহলা সাবরি আল-সাঈদি, আল-আজহার বিশ্ববিদ্যালয় আবাসিক ছাত্রাবাসের (মাদিনাতুল বুঊসিল ইসলামিয়া) ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক ব্যবস্থাপক আলা-উদ্দিন-মুহাম্মদ ইমামসহ আল-আজহার বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন মিশর ‘ইত্তেহাদ’ ও এর অঙ্গ-সংগঠনের ছাত্র নেতাসহ দেশটিতে অধ্যয়নরত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি ও বিদেশি শিক্ষার্থীরা।

খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন রাষ্ট্রদূত সামিনা নাজ এবং আল-আজহারের গ্র্যান্ড ইমামের আন্তর্জাতিক ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. নাহলা সাবরি আল-সাঈদি।

এমআরএম/জিকেএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি,
স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা
পাঠানোর ঠিকানা –
[email protected]
Exit mobile version