Site icon Amra Moulvibazari

টাইগার বোলারদের সামনে চ্যালেঞ্জ তৈরি করলো গুরবাজ

টাইগার বোলারদের সামনে চ্যালেঞ্জ তৈরি করলো গুরবাজ


মাহমুদউল্লাহ রিয়াদ এবং মেহেদী হাসান মিরাজের ব্যাটে ২৪৪ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে তোলে বাংলাদেশ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে জয়ের জন্য ২৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মোস্তাফিজ এবং নাহিদ রানার বলে কিছুটা বিপদে পড়লেও আফগানিস্তানের ওপেনার রহমানুল্লাহ গুরবাজের ব্যাটে বেশ ভালোভাবেই এগিয়ে চলছে আফগানিস্তান।

এ রিপোর্ট লেখার সময় আফগানিস্তানের রান ২৪.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১৮। রহমানুল্লাহ গুরবাজ ৭১ রানে এবং আজমতউল্লাহ ওমরজাই ১১ রান নিয়ে ব্যাট করছেন।

২৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আফগানদের উদ্বোধনী জুটিতে ৪১ রান তোলেন রহমানুল্লাহ গুরবাজ এবং সেদিকুল্লাহ আতাল। ৭.৪তম ওভারে ৪১ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হন তারা। ১৮ বলে ১৪ রান করে আউট হন সেদিকুল্লাহ আতাল। নাহিদ রানার বলে আতাল বোল্ড হন।

এরপর রহমত শাহ ব্যাট করতে নেমে ২২ বল খেলে ৮ রান করেন। ১৪তম ওভারের শেষ বলে মোস্তাফিজের হাতে রিটার্ন ক্যাচ দিয়ে রহমত শাহকে ফিরিয়ে দেন। হাশমতউল্লাহ শহিদি ২১ বলে ৬ রান করে মোস্তাফিজের বলে আউট হন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৭ উইকেট হারিয়ে ২৪৪ রান সংগ্রহ কর। ৫৮ রানে ৩ উইকেট এবং ৭২ রানে ৪ উইকেট হারানোর পর মেহেদী হাসান মিরাজ এবং মাহমুদউল্লাহ রিয়াদের ১৪৫ রানের জুটির ওপর ভর করে চ্যালেঞ্জিং স্কোর গড়ে তোলে টাইগাররা। ৬৬ রান করেন মিরাজ। ৯৮ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version