রাজধানীর বনানী এলাকা থেকে যুবলীগ নেতা ড. শামীম আল সাইফুল সোহাগকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১১ নভেম্বর) রাজধানীর বনানীর ২৭ নম্বর সড়ক থেকে দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির এ সাংগঠনিক সম্পাদককে গ্রেফতার করে বনানী থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার।
ওসি রাসেল সরোয়ার বলেন, গত ১২ সেপ্টেম্বর বনানী থানায় করা একটি হত্যাচেষ্টা মামলায় সোহাগকে গ্রেফতার করা হয়েছে। মামলা নম্বর-১১।
শামীম আল সাইফুল সোহাগ দ্বাদশ সংসদীয় পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন। নির্বাচনে নৌকার টিকিট না পাওয়ায় উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করেন তিনি।
টিটি/এমএএইচ/এমএস
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।