শরীয়তপুরের ডামুড্যায় সড়কের পাশ থেকে উদ্ধার ১২৩টি ককটেল ধ্বংস করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা বোমাগুলো ধ্বংস করে।
পুলিশ জানায়, সকালে ডামুড্যার আকালবরিশ এলাকার সড়কের পাশে ১০টি কালো ব্যাগ দেখতে পায় স্থানীয়রা। বিষয়টি পুলিশ ও সেনাবাহিনীকে জানানো হলে ঘটনাস্থলে পরিদর্শন করে তারা। পরে তাদের মাধ্যমে খবর পেয়ে ৯ ঘণ্টা পর সন্ধ্যায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সাত সদস্য ঘটনাস্থলে পৌঁছে বোমা ধ্বংসের কাজ শুরু করে। বিশেষ ইলেকট্রনিক প্রক্রিয়ায় নিরাপত্তা নিশ্চিত করে বোমাগুলোর বিস্ফোরণ ঘটানো হয়।
এ ব্যাপারে জেলার সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) মুশফিকুর রহমান বলেন, উদ্ধার হওয়া ১২৩টি হাতবোমা ধ্বংস করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
বিধান মজুমদার অনি/আরএইচ/এমএস
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।