ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আনোয়ারা (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। আনোয়ারা টাঙ্গাইলের মধুপুর উপজেলার আলোকদিয়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ৬ নভেম্বর আনোয়ারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকালে তিনি মারা যান। তিনি ডেঙ্গুসহ রক্তের ইনফেকশন, ফুসফুসের সংক্রামণ (নিউমোনিয়া) ভুগছিলেন।
মহিউদ্দিন খান মুন বলেন, হাসপাতালে ৪৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন। এরমধ্যে পুরুষ ৩৩ জন, মহিলা ১২ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ জন্য। সুস্থ হয়েছে বাড়ি ফিরেছেন ১৪ জন।
মঞ্জুরুল ইসলাম/আরএইচ/এমএস
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।