Site icon Amra Moulvibazari

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে নিহত ৪

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে নিহত ৪


লালমনিরহাটের পাটগ্রামে করতোয়া এক্সপ্রেসে কাটা পড়ে চারজন নিহত হয়েছেন। সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার আলাউদ্দিন নগর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার ইসলাম নগর গ্রামের মৃত আব্দুল বিটের ছেলে আজিজার রহমান (৬০), ওই এলাকার মমিনপুর গ্রামের সদর উদ্দিনের ছেলে আব্দুল ওহাব (৪৫), সফর উদ্দিনের ছেলে মকবুল হোসেন (৫০) ও ইসলাম নগর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মোবারক হোসেন (৫৫)।

স্থানীয়রা জানান, ওই চারজন রেললাইনে বসেছিল। এ সময় বুড়িমারী থেকে ছেড়ে আসা করতোয়া এক্সপ্রেসে কাটা পড়ে চারজন ঘটনা স্থলে মারা যান। তারা দিনমজুর বলে জানা গেছে।

ইসলাম নগর ১ নম্বর ওয়ার্ডের মেম্বার মমিনুর রহমান বলেন, রেলস্টেশনের পাশে ওই চার শ্রমিক বসেছিলেন। ধান মাড়াইয়ের শব্দের কারণে ট্রেনের হুইসেল শুনতে না পেরে চারজন ঘটনাস্থলে মারা যান।

এ বিষয়ে লালমনিরহাট রেলওয়ে থানার ইনচার্জ মামুন হাসান বলেন, ট্রেনে কাটা পড়ে চারজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধারে পুলিশ পাঠানো হয়েছে।

আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version