রীতিমত ধ্বংসস্তুপে দাঁড়িয়ে ব্যাট করা শুরু করেন মাহমুদউল্লাহ রিয়াদ। সঙ্গী ছিলেন মেহেদী হাসান মিরাজ। দু’জনের ব্যাটে উঠলো ১৪৫ রান। ৬৬ রান করে মিরাজ বিদায় নিলেও মাহমুদউল্লাহ রিয়াদ দাঁড়িয়েছিলেন সেঞ্চুরির দ্বারপ্রান্তে। কিন্তু শেষ ওভারে কাঙ্খিত রান তুলতে পারলেন না তিনি। মাত্র ২ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হলেন রিয়াদ। ৯৮ রানে শেষ বলে রানআউট হলেন তিনি।
ক্যারিয়ারে ৫ম ওয়ানডে সেঞ্চুরি মিস করলেও বাংলাদেশ দলকে দারুণ এক লড়াকু ইনিংস উপহার দিয়েছেন বর্ষিয়ান এই ব্যাটার। তার ৯৮ রানের ওপর ভর করে আফগানিস্তানকে ২৪৫ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছে টাইগাররা।
বিস্তারিত আসছে
আইএইচএস/
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।