Site icon Amra Moulvibazari

স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে রেড ক্রিসেন্ট চেয়ারম্যানের সাক্ষাৎ

স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে রেড ক্রিসেন্ট চেয়ারম্যানের সাক্ষাৎ


স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও নবগঠিত ব্যবস্থাপনা পর্ষদের সদস্যরা।

সোমবার (১১ নভেম্বর) সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. রফিকুল ইসলামের নেতৃত্বে মন্ত্রণালয়ে উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদের ১০ জন নবনিযুক্ত সদস্য।

এ সময় সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে মানবতার কল্যাণে নবগঠিত বোর্ডকে আন্তরিকতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ছেন উপদেষ্টা নূরজাহান বেগম।

সাক্ষাৎকালে চেয়ারম্যান বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বর্তমান অবস্থা ও উন্নয়নে করণীয় বিষয়ে গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন উপদেষ্টাকে। এ সময় তিনি সোসাইটির চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতিও তুলে ধরেন।

এ সময় ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ডা. শেখ আবু জাফর, অধ্যাপক ডা. ইমরান বিন ইউসুফ, ড. মো. আমিনুল ইসলাম, ডা. মো. আবিদুল হক, ডা. সাইফুল আলম, মুহাম্মদ তুহিন ফারাবী, এয়ার কমোডর (অব.) শাহে আলম, ড. আহমেদ জামিল ইব্রাহীম, নূরুল ইসলাম (সাজু) ও মুহাম্মদ আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

এএএম/এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version