Site icon Amra Moulvibazari

পেট্রোবাংলাকে ঋণ দিতে অর্থ মন্ত্রণালয়ে এনবিআরের চিঠি

পেট্রোবাংলাকে ঋণ দিতে অর্থ মন্ত্রণালয়ে এনবিআরের চিঠি


বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) কাছে পাওনা রাজস্ব আদায়ে অর্থ মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার (১০ নভেম্বর) অর্থ বিভাগের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদারকে এই চিঠি পাঠান এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান। চিঠিতে এনবিআরের বকেয়া রাজস্ব পরিশোধ করতে পেট্রোবাংলাকে ঋণ দিতে অনুরোধ করা হয়েছে।

এতে বলা হয়, এনবিআরের বৃহৎ করদাতা ইউনিট (এলটিউ) ভ্যাটের আওতাধীন প্রতিষ্ঠান পেট্রোবাংলা। ২০২১ সালের জুলাই মাস পর্যন্ত সংস্থাটির বকেয়ার পরিমাণ ছিল ২২ হাজার ৫৮৪ কোটি টাকা। বকেয়া পরিশোধে এনবিআর ও পেট্রোবাংলার মধ্যে বেশ কয়েকবার সভা হয়। এছাড়া আন্তর্জাতিক তেল কোম্পানির উত্তোলন করা গ্যাস বিতরণের বকেয়া ১৩ হাজার ২৭৮ কোটি টাকা ভ্যাটও দীর্ঘদিন পরিশোধ না হওয়ায় জটিলতা তৈরি হয়েছে।

এতে বলা হয়, এই জটিলতা কাটাতে চলতি বছরের জুনে অর্থ বিভাগে একটি সভা হয়। সেই সভায় এনবিআরকে টাকা পরিশোধের শর্তে বিনা সুদে পেট্রোবাংলাকে তিন অর্থবছরে ঋণ দেওয়ার সিদ্ধান্ত হয়। ২০২৩-২৪ অর্থবছরে ৫ হাজার কোটি টাকা, ২০২৪-২৫ অর্থবছরে ৫ হাজার কোটি টাকা এবং ২০২৫-২৬ অর্থবছরে ৩ হাজার ২৭৮ কোটি টাকা ঋণ অর্থ বিভাগ পেট্রোবাংলাকে দেবে।

এরই মধ্যে ২০২৩-২৪ অর্থবছরে বকেয়া রাজস্ব পরিশোধের জন্য পেট্রোবাংলাকে ৫ হাজার কোটি টাকা সুদমুক্ত ঋণ অনুমোদন করে।

চিঠিতে চলতি অর্থবছরে পূর্বনির্ধারিত পাঁচ হাজার কোটি টাকা ঋণ বরাদ্দ দেওয়ার জন্য অর্থ বিভাগকে অনুরোধ করেছে এনবিআর।

চিঠিতে আরও বলা হয়, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার মাধ্যমে সুশাসন নিশ্চিত করে সরকারের রাজস্ব আদায় কার্যক্রমে সচেষ্ট রয়েছে এনবিআর।

এ কার্যক্রমকে গতিশীল করতে বিভিন্ন অংশীজনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করছে। ২০২৪-২৫ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড এর জন্য চার লাখ ৮০ হাজার কোটি টাকা রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং তন্মধ্যে স্থানীয় পর্যায়ে মূল্য সংযোজন কর এর লক্ষ্যমাত্রা এক লাখ ৭৭ হাজার ৬০০ কোটি টাকা। দেশের ব্যাপক উন্নয়ন কার্যক্রমে এবং জনসেবার মাত্রা ও পরিমাণ বৃদ্ধিকল্পে অধিক রাজস্ব যোগান দেওয়ার অন্যতম কৌশল হিসেবে জাতীয় রাজস্ব বোর্ড বকেয়া রাজস্ব আদায়ে বিশেষ গুরুত্ব আরোপ করছে।

জানা গেছে, বিদেশি কোম্পানি কর্তৃক উত্তোলিত গ্যাস বিতরণের বিপরীতে বকেয়া ভ্যাট বাবদ ১৩,২৭৮ কোটি টাকা দীর্ঘদিনেও পরিশোধ না করার জটিলতা নিরসনে সংশ্লিষ্ট সব পক্ষের উপস্থিতিতে ৪ জুলাই অর্থ মন্ত্রণালয়ে সভা অনুষ্ঠিত হয়। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব (বাজেট ও বায় ব্যবস্থাপনা) সিরাজুন নূর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় বিস্তারিত আলোচনার পর সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে- পেট্রোবাংলার আওতায় গ্যাস বিতরণ কোম্পানিসমূহ আন্তর্জাতিক তেল কোম্পানি (আইওসি) কর্তৃক উত্তোলিত গ্যাস বিতরণের বিপরীতে আহরিত মূসক ও সম্পূরক শুল্ক জাতীয় রাজস্ব বোর্ডকে পরিশোধ না করার কারণে জুলাই ২০০৯ হতে জানুয়ারি ২০১৫ পর্যন্ত রাজস্ব বকেয়া বাবদ তের হাজার দুইশত আটাত্তর কোটি টাকা (সুদ ব্যতিরেকে) ৩ (তিন) অর্থবছরে পরিশোধের সুবিধার্থে অর্থ বিভাগ বিনা সুদে পেট্রোবাংলাকে ঋণ প্রদান করবে।

এসএম/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version