Site icon Amra Moulvibazari

ক্রিটিকস চয়েসে সেরার পুরস্কার পেল সুপার/ম্যান

ক্রিটিকস চয়েসে সেরার পুরস্কার পেল সুপার/ম্যান


ক্রিটিকস চয়েস ডকুমেন্টারি অ্যাওয়ার্ডসে ‌‌‌‘সুপার/ম্যান: দ্য ক্রিস্টোফার রিভ স্টোরি’ ডকুমেন্টারি ফিচার পুরস্কার লাভ করেছে। ২০২৪ সালের জন্য এই পুরস্কারটি যৌথভাবে জিতে নিয়েছে ‘উইল এন্ড হারপার’ তথ্যচিত্রটিও।

ক্রিস্টোফার রিভের জীবন কাহিনী তুলে ধরে নির্মিত ‘সুপার/ম্যান’। সেরা ডকুমেন্টারি ফিচারের সাথে সাথে, এটি মোট ছয়টি পুরস্কার জিতেছে। যার মধ্যে রয়েছে সেরা পরিচালক: ইয়ান বোনহোট এবং পিটার এট্টেডগুই, সেরা এডিটিং: অটো বার্নহাম, সেরা স্কোর: ইলান এশকেরি, সেরা আর্কাইভাল ডকুমেন্টারি ও সেরা জীবনীমূলক ডকুমেন্টারি।

এই ডকুমেন্টারিটি রিভের জীবন, তার অভিনয় ক্যারিয়ার এবং স্পাইনাল কর্ড ইনজুরির পর তার প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য লড়াইয়ের কাহিনী গভীরভাবে তুলে ধরেছে।

অন্যদিকে, উইল এন্ড হারপারে উইল এবং হারপার নামক দুই ব্যক্তির সম্পর্ক ও তাদের একসাথে চ্যালেঞ্জগুলো কাটিয়ে ওঠার কাহিনী তুলে ধরেছে। এটি মানবিক সম্পর্ক, সহানুভূতি এবং অটল মানসিকতার একটি শক্তিশালী চিত্রায়ণ হিসেবে প্রশংসিত হয়েছে।

ক্রিটিকস চয়েস ডকুমেন্টারি অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানটি গতকাল রবিবার রাতে নিউ ইয়র্কের এডিসন বলরুমে অনুষ্ঠিত হয়। এই ইভেন্টটি লাইভস্ট্রিম করা হয়েছিল ইউটিউব, এক্স এবং ফেসবুকে। সুপার/ম্যান এবং উইল এন্ড হারপার তাদের শক্তিশালী ন্যারেটিভের মাধ্যমে দর্শকদের প্রেরণা দিয়েছে, যা তাদের সেরা ডকুমেন্টারি ফিচারের পুরস্কার এনে দিতে সহায়ক হয়েছে।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version