Site icon Amra Moulvibazari

তুরস্ক, পাকিস্তান সহ ১৩টি মুসলিম দেশকে ভিসা দিচ্ছে না আরব আমিরাত

তুরস্ক, পাকিস্তান সহ ১৩টি মুসলিম দেশকে ভিসা দিচ্ছে না আরব আমিরাত

১৩ মুসলিম দেশের নাগরিকদের নতুনভাবে ভ্রমণ এবং চাকরির ভিসা দেয়া স্থগিত করলো, সংযুক্ত আরব আমিরাত। বুধবার রাষ্ট্রীয় মালিকানাধীন বিজনেস পার্কের প্রতিবেদনে জানানো হয় এই তথ্যটি।

প্রতিবেদনে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই সিদ্ধান্তটি বহাল থাকবে। ১৮ নভেম্বর থেকে এটি বাস্তবায়িত হয়েছে। ঠিক কি কারণে এই ধরণের সিদ্ধান্ত নিল ডুবাই তা এখনো অস্পষ্ট।

ধারণা করা হচ্ছে নিরাপত্তা এবং সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট গতিবিধি বড় ইস্যু। তালিকাভুক্ত দেশগুলোর মধ্যে তুরস্ক, পাকিস্তান ও আফগানিস্তানও রয়েছে। এছাড়াও রয়েছে ইরান, ইরাক, সিরিয়া, লিবিয়া, আজেরিয়া, কেনিয়া, লেবানন, সোমালিয়া, তিউনিসিয়া ও ইয়েমেন।

Exit mobile version