Site icon Amra Moulvibazari

চাঁদপুর-কুমিল্লা সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ

চাঁদপুর-কুমিল্লা সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ


চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত হাজীগঞ্জ উপজেলার বাকিলা বাজারে জেলা প্রশাসন ও সওজ সড়ক বিভাগের উদ্যোগে এ অভিযান চালানো হয়।

উচ্ছেদ অভিযানে জেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান।

তিনি বলেন, সড়কে যানজট নিরসন ও যানবাহন চলাচল সুগম করার লক্ষ্যে অভিযান পরিচালিত হচ্ছে। সরকারি নির্দেশনা বাস্তবায়নে সড়ক বিভাগ ও যৌথবাহিনী সহযোগিতা করেছে।

বাকিলার স্থানীয় বাসিন্দারা জানান, এর আগেও বাকিলা বাজার এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়। কিন্তু কয়েকদিন পর আবারও সড়কের এই জায়গা অবৈধভাবে দুই পাশ দখল হয়ে যায়। উচ্ছেদ করে সরকারের যে অর্থ ও সময় ব্যয় হয় এর ফলাফল আর পাওয়া যায় না।

তারা আরও জানান, উচ্ছেদ অভিযানের কথা টের পেয়ে অবৈধ দখলে থাকা কিছু ব্যবসায়ী রাতে ও সকালে তাদের স্থাপনা ভেঙে মালামাল সরিয়ে নিয়ে যান।

সওজ সড়ক উপ-বিভাগ চাঁদপুরের উপ-বিভাগীয় প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) ওয়াছিউদ্দিন আহমেদ জানান, সড়কের দুই পাশে গড়ে ওঠা প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে। পর্যায়ক্রমে এই সড়কের বাকি স্থানে উচ্ছেদ অভিযান পরিচালনা হবে।

শরীফুল ইসলাম/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version