Site icon Amra Moulvibazari

নারী উদ্যোক্তারা কাঙ্ক্ষিত সহযোগিতা পাচ্ছেন না

নারী উদ্যোক্তারা কাঙ্ক্ষিত সহযোগিতা পাচ্ছেন না


দেশের নারী উদ্যোক্তারা কাঙ্ক্ষিত সহযোগিতা পাচ্ছেন না। বর্তমান সময়ের আলোকে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে নারীদের অংশগ্রহণ যে পরিমাণ হওয়ার কথা বাস্তবে তা হয়নি। তবে কিছু ক্ষেত্রে নারীদের অবস্থান আগের তুলনায় উন্নত হয়েছে এটা সত্য।

সোমবার (১১ নভেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ও অর্থনীতি বিভাগের অধ্যাপক সাইমা হক বিদিশা।

তিনি বলেন, আর্থিক বৈষম্য কমাতে চাইলে শ্রমবাজারের মাধ্যমে নারীর জন্য কর্মসংস্থান তৈরি এবং কাজের গুনগত মান সমৃদ্ধ করতে হবে। আগের তুলনায় এখন শ্রম বাজারে নারীদের অংশগ্রহণের হার বেড়েছে। ২০২২ সালের শ্রমশক্তি জরিপ বলছে শ্রম বাজারে লিঙ্গ বৈষম্যে কোনো কোনো ক্ষেত্রে কিছু ইতিবাচক পরিবর্তন ঘটেছে। তবে কিছু প্রশ্ন থেকেই যাচ্ছে। আমাদের সংখ্যাগত দিক থেকে না দেখে গুণগতমান বিবেচনা করতে হবে।

ড. বিদিশা বলেন, গ্রামভিত্তিক কার্যক্রমে নারীদের অংশগ্রহণ বেড়েছে। সার্বিকভাবে অধিকতর আনুষ্ঠানিক কাজগুলোতে নারীদের অংশগ্রহণের হার কমেছে। শতকরা ৯৬ শতাংশ নারী অনানুষ্ঠানিক কাজগুলো করছেন। সময়ের সঙ্গে কৃষিভিত্তিক কাজ কিংবা অপেক্ষাকৃতভাবে বেশি ঝুঁকি রয়েছে এমন কাজে নারীর অংশগ্রহণ বেড়েছে।

অন্যদিকে পারিবারিক শ্রম ভিত্তিক কাজগুলোতেও নারীর অংশগ্রহণ বেড়েছে। তবে ভালো জায়গায় নারীদের অংশগ্রহণ ১০ শতাংশের কম। এখানে গুণগত কাজের ক্ষেত্রগুলোতে নারীদের সঙ্গে বৈষম্য স্পষ্ট বোঝা যাচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে সেসব বৈষম্য কিছু কিছু ক্ষেত্রে কমলেও বেশিরভাগ জায়গায় বেড়েছে। আবার খারাপ বিষয়গুলো কমার ব্যাপারে যতটুকু আশাবাদী ছিলাম ততটুকু হয়নি।

এসময় তিনি বলেন, মেধাভিত্তিক উচ্চশিক্ষায় নারীরা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। তবে এখানে নারীর ক্ষেত্রে আবাসন সুবিধা, পরিবহণ ও সামাজিক নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে হবে। একইসঙ্গে বাল্যবিবাহ রোধ করাসহ অন্যান্য ক্ষেত্রেও সুবিধা তৈরি করতে হবে।

বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের অর্থ, বাণিজ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সেমিনারে অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, সাবেক বাণিজ্য মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং উপস্থিত ছিলেন।

ইএআর/এসআইটি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version