প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় সৌদি আরবের আরো ও কয়েকজন নাগরিককে সন্দেহভাজনের তালিকায় যুক্ত করেছে তুরস্কের একটি আদালত । ২০১৮ সালের অক্টোবর মাসে জামাল খাশোগি তুরস্কের ইস্তাম্বুল শহরের সৌদি কনস্যুলেট অফিসে সৌদি আরবের পৃষ্ঠপোষকতা বর্বরভাবে হত্যা করা হয় ।
তুর্কি আদালত বলেছে , নতুন করে সন্দেহভাজনের তালিকায় এসব ব্যক্তিকে যুক্ত করার কারণ হচ্ছে , হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত সত্য উন্মাচোনে সাহায্য করা । ইসতাম্বুল শহরের আদালতে মঙ্গলবার এ ব্যাপারে দ্বিতীয় দফা শুনানি হয় এবং আগের ২০ জন সন্দেহভাজনের তালিকায় নতুন করে আরো ছয় সৌদি নাগরিকের নাম যুক্ত করা হয় ।
এর মধ্যে সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সাবেক দুই সরকারীও রয়েছেন । জামাল খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় গতবছরের সেপ্টেম্বর মাসে সৌদি আরব ২০ জনকে পাঁচ বছর ও তিনজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে । তবে সৌদি আররের এ রায়ে খুশি নয় অনেকেই ।