Site icon Amra Moulvibazari

জামাল খাশোগি হত্যাকাণ্ডে সৌদি যুবরাজের সরকারীসহ নতুন সন্দেহভাজনের তালিকা করেছে তুরস্ক আদালত

জামাল খাশোগি হত্যাকাণ্ডে সৌদি যুবরাজের সরকারীসহ নতুন সন্দেহভাজনের তালিকা করেছে তুরস্ক আদালত

প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় সৌদি আরবের আরো ও কয়েকজন নাগরিককে সন্দেহভাজনের তালিকায় যুক্ত করেছে তুরস্কের একটি আদালত । ২০১৮ সালের অক্টোবর মাসে জামাল খাশোগি তুরস্কের ইস্তাম্বুল শহরের সৌদি কনস্যুলেট অফিসে সৌদি আরবের পৃষ্ঠপোষকতা বর্বরভাবে হত্যা করা হয় ।

তুর্কি আদালত বলেছে , নতুন করে সন্দেহভাজনের তালিকায় এসব ব্যক্তিকে যুক্ত করার কারণ হচ্ছে , হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত সত্য উন্মাচোনে সাহায্য করা । ইসতাম্বুল শহরের আদালতে মঙ্গলবার এ ব্যাপারে দ্বিতীয় দফা শুনানি হয় এবং আগের ২০ জন সন্দেহভাজনের তালিকায় নতুন করে আরো ছয় সৌদি নাগরিকের নাম যুক্ত করা হয় ।

এর মধ্যে সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সাবেক দুই সরকারীও রয়েছেন । জামাল খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় গতবছরের সেপ্টেম্বর মাসে সৌদি আরব ২০ জনকে পাঁচ বছর ও তিনজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে । তবে সৌদি আররের এ রায়ে খুশি নয় অনেকেই ।

Exit mobile version