Site icon Amra Moulvibazari

কোনো নির্দিষ্ট সম্প্রদায় নয়, জনগণের জন্য কাজ করাই লক্ষ্য

কোনো নির্দিষ্ট সম্প্রদায় নয়, জনগণের জন্য কাজ করাই লক্ষ্য


কোনো নির্দিষ্ট সম্প্রদায় নয়, দেশের জনগণের জন্য কাজ করাই লক্ষ্য বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা সেখ বশির উদ্দীন।

দায়িত্ব পাওয়ার পর সোমবার (১১ নভেম্বর) প্রথম দিন অফিসে এসে উপদেষ্টা এ কথা বলেন।

শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বশির উদ্দীন রোববার সন্ধ্যায় বঙ্গভবনে উপদেষ্টা হিসেবে শপথ নেন।

রামপুরা থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটি মামলা রয়েছে। সেই মামলায় আপনিও আসামি- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে নতুন উপদেষ্টা বলেন, আমি খুব ভালো জানি না, আমাদের লিগ্যাল টিম এটা দেখছে। ওখানে আমার নামের এবং আমার বাবার নামের কিছু সংগতি আছে, কিছু অসংগতি আছে। এটা আসলে আমি কি না, আমি এখনো নিশ্চিত না। এটা নিশ্চিত হলে অফকোর্স এটা লিগ্যালি ফেস করা হবে।

তিনি বলেন, আমি আমার প্রতিষ্ঠান থেকে সম্পূর্ণরূপে সম্পর্ক ছিন্ন করেছি। আমি জনগণের প্রতি অঙ্গীকারবদ্ধ। আমি নিজেও একজন ভোক্তা। তাই আমার লক্ষ্য দেশের জনগণের জন্য কাজ করা, কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য নয়। আমি এখানে কোনো সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করছি না। আমি একমাত্র দেশের জনগণের প্রতিনিধিত্ব করছি।

পরে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, মুদ্রাস্ফীতির ফলে আমাদের টাকার অংকে যেটা বেড়েছে, ক্রয়ক্ষমতা সেভাবে বাড়েনি বরং ক্রয়ক্ষমতা কমেছে। আমরা যদি একজন শ্রমিকের দিকে দেখি তাহলে তার জীবনমানের মধ্যে কম্প্রোমাইজ চলে এসেছে।

কর্মকর্তাদের উদ্দেশে উপদেষ্টা বলেন, আমি আপনাদের কাছে কোনো ম্যাজিক প্রত্যাশা করছি না। আমরা সম্মিলিতভাবে কাজ করবো। আপনারা আমাকে সহযোগী হিসেবে পাবেন। আপনাদের কাজকে আরও কার্যকর করার জন্য ইনসাফের সঙ্গে আমার সক্ষমতা অনুযায়ী চেষ্টা করবো।

তিনি বলেন, আমরা যদি ব্যবসা-বাণিজ্য বাড়াতে পারি, আমাদের সর্বোচ্চ দক্ষতার প্রয়োগ ঘটাতে পারি তাহলে ভালো করা সম্ভব। আমি কর্মকর্তাদের কাছে অতিরিক্ত পরিশ্রম প্রত্যাশা করি। আমিও পরিশ্রম করবো।

আরএমএম/ইএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version