Site icon Amra Moulvibazari

পোপ ফ্রান্সিসের বইয়ে উইঘুর মুসলিমদের নির্যাতনের চিত্র; ভিত্তিহীন দাবি চীনের

পোপ ফ্রান্সিসের বইয়ে উইঘুর মুসলিমদের নির্যাতনের চিত্র; ভিত্তিহীন দাবি চীনের

খৃষ্টান ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিসের লেখা একটি বই নিয়ে বেশ আলোচনা তৈরী হয়েছে চীনে।

বেইজিং বলছে, ‘লেট আস ড্রিম’ নামের দেড়শ পৃষ্ঠার একটি বইতে উইঘুর মুসলিমদের নির্যাতনের কথা তুলে ধরা হয়েছে। যা সম্পূর্ণ ভিত্তিহীন।

চীনের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, কোনো তথ্য প্রমাণ ছাড়াই উইঘুর মুসলিমদের কথা লিখেছেন পোপ। চীনে এমন কোনো ঘটনাই ঘটেনি। চীনে ৫৬টি সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে। অন্যান্য গোষ্ঠীর সাথে সমঅধিকার নিয়ে বসবাস করছে তারা। আইনি সুরক্ষার পাশাপাশি ধর্মীয় স্বাধীনতাও নিশ্চিত করা হচ্ছে  তাদের।

Exit mobile version