Site icon Amra Moulvibazari

রোমাঞ্চকর লন্ডন ‘ডার্বি’তে পয়েন্ট ভাগাভাগি চেলসি-আর্সেনালের

রোমাঞ্চকর লন্ডন ‘ডার্বি’তে পয়েন্ট ভাগাভাগি চেলসি-আর্সেনালের


লন্ডন ‘ডার্বি’তে রোমাঞ্চকর লড়াইয়ে ১-১ গোলে ড্র করেছে চেলসি ও আর্সেনাল। পয়েন্ট ভাগাভাগি করে ইংলিশ প্রিমিয়ার লিগের টেবিলে পাশাপাশি বসেছে লন্ডনের ক্লাব দুটি।

১১ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে চেলসি। ম্যাচ ও পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় চারে আছে আর্সেনাল। শীর্ষে থাকা লিভারপুল থেকে ৯ পয়েন্ট পিছিয়ে আছে তারা।

স্ট্যামফোর্ড ব্রিজে রোববার ভারসাম্যপূর্ণ লড়াই করে চেলসি ও আর্সেনাল। বল দখলে দুই দলের পরিসংখ্যানই ছিল সমান। দুই দলই লক্ষ্যে শট রাখতে পেরেছে তিনটি করে।

তবে আর্সেনালকে একটি বেশিই হতাশ মনে হয়েছে। শেষ দিকে দুটি দারুণ সুযোগ মিস করেছেন বদলি নামা লিয়ান্দ্রো টোসার্ড।

৬০ মিনিটে গাব্রিয়েল মার্টিনেলির গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় আর্সেনাল। বরাবর ১০ মিনিট পরই সমতায় ফেরে চেলসি। স্বাগতিক দলের হয়ে গোল করেন পেদ্রো নেটো।

চেলসি গোল পেতে পারতো ম্যাচের ৩ মিনিটেই। কিন্তু চেলসি ফরোয়ার্ড কোল পালমারের রকেট শট উপর দিয়ে পাঠিয়ে দেন আর্সেনালের গোলবারের অতন্দ্র প্রহরী ডেভিড রায়া।

৩২ মিনিটে চেলসির জালে বল জমা করেন কাই হাভেরটজ। ফ্রি-কিক থেকে দ্রুতগতির শটে চেলসির গোলরক্ষক রবার্ট স্যানচেজকে পরাস্ত করেন আর্সেনাল স্ট্রাইকার। কিন্তু অফসাইডের কারণে জার্মান ফরোয়ার্ডের গোলটি করে ভিএআর। গোলশূন্য থেকেই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে গোল্ডেন চান্স মিস করেন টোসার্ড। উইলিয়াম সালিবার ছয় গজের বক্সে বাড়িয়ে বলে গোলবার ফাঁকা পেয়েও সংযোগ ঘটাতে পারেননি বেলজিয়াম উইঙ্গার। অবশেষে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে।

এমএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version