Site icon Amra Moulvibazari

মমেকে ছাত্রলীগ সভাপতি-সম্পাদকসহ ২৩ শিক্ষার্থীকে শাস্তি

মমেকে ছাত্রলীগ সভাপতি-সম্পাদকসহ ২৩ শিক্ষার্থীকে শাস্তি


ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) ক্যাম্পাস ও হোস্টেলে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অপরাধে ছাত্রলীগ নেতাসহ ২৩ শিক্ষার্থীকে বহিষ্কারসহ বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করা হয়েছে।

রোববার (১০ নভেম্বর) দুপুরে মমেক অধ্যক্ষ ডা. নামজুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় ওই সিদ্ধান্ত গৃহীত হয়। তাদের বিরুদ্ধে ক্যাম্পাসে চাঁদাবাজি, মাদকসেবন, সন্ত্রাসী কার্যকলাপ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের নির্যাতনের অভিযোগ রয়েছে।

বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ডা. অনুপম সাহা ও সাধারণ সম্পাদক ডা. আব্দুল্লাহ আল হাসানসহ কয়েকজন কর্মীও রয়েছেন।

এর আগে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মেতাবেক উপাধ্যক্ষ অধ্যাপক ডা. জিম্মা হোসেনকে সভাপতি এবং ডা. মো. বদরউদ্দীনকে সদস্য সচিব করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটির সুপারিশ অনুযায়ী অভিযুক্ত ২৮ জনের মধ্যে ২৩ শিক্ষার্থীকে বহিষ্কারসহ ক্যাম্পাস ও হোস্টেলে নিষিদ্ধ করা হয়।

এরমধ্যে ৮ জন প্রাক্তন শিক্ষার্থীকে (বর্তমানে চিকিৎসক) ৫ অক্টোবর থেকে আজীবন কলেজ ক্যাম্পাস ও হোস্টেলে প্রবেশ, অবস্থান ও কোনো প্রকার অনুষ্ঠানে অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়। ১১ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে একাডেমিক কার্যক্রমে নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে ৪ জন ছাত্রের হোস্টেলে প্রবেশ আজীবন নিষিদ্ধ করা হয়েছে।

তবে অভিযুক্ত ৫ ছাত্রের অপরাধের মাত্রা কম হওয়ায় হোস্টেল ও ক্যাম্পাসকে শিক্ষাবন্ধব ও নিরাপদ করার লক্ষ্যে তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী শিক্ষার্থী ও অভিভাবকের মুচলেকা প্রদান সাপেক্ষে তাদেরকে ক্যাম্পাস ও হোস্টেলে অবস্থান, ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহনের অনুমতি প্রদান করা হয়। সভার এই সিদ্ধান্ত অমান্যকারী ছাত্রকে ভবিষ্যতে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত সাপেক্ষে বর্ধিত শান্তি প্রদান করা হতে পারে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

মঞ্জুরুল ইসলাম/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version