বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখার কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। রোববার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত কমিটি প্রকাশ করেন সমন্বয়ক হাসিবুল ইসলাম।
নবগঠিত কমিটিতে সিলেট মদনমোহন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমন দ্দোজা আহমদকে আহ্বায়ক ও সুনামগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী মেহেদী হাসান সাকিবকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে।
এছাড়াও ৯ জনকে যুগ্ম আহ্বায়ক ও ৮ জনকে যুগ্ম সদস্য সচিব করে কমিটিতে যুক্ত করা হয়েছে। মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন সিলেট এমসি কলেজের শিক্ষার্থী রুহি আক্তার, মুখপাত্র সুনামগঞ্জ সরকারি কলেজের রুহুল আমীন। সংগঠক পদে আরও ১১ এবং সদস্য পদে ৬৭ জনসহ মোট ৯৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ইমন দ্দোজা আহমদ জাগো নিউজকে বলেন, আমি সর্বচ্চো চেষ্টা করবো সুনামগঞ্জে প্রতিটি অন্যায়ের প্রতিবাদ করার। আমরা চাই শান্তিপ্রিয় একটি দেশ। এই দেশে যারা দুর্নীতি অনিয়ম করবে, আমরা তাদের বিরুদ্ধে কথা বলবো।
লিপসন আহমেদ/এফএ/জেআইএম