Site icon Amra Moulvibazari

চট্টগ্রামের স্বাস্থ্যসেবা আন্তর্জাতিক মানে নিয়ে যাবো: শাহাদাত

চট্টগ্রামের স্বাস্থ্যসেবা আন্তর্জাতিক মানে নিয়ে যাবো: শাহাদাত


চট্টগ্রামের শিক্ষা ও স্বাস্থ্যসেবার ইতিবাচক উন্নয়ন করে তা আন্তর্জাতিক মানে নিয়ে যাবেন বলে জানিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় নগরীর জিইসি মোড়স্থ বিএমএ ভবনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) চট্টগ্রাম শাখার পক্ষ থেকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

মেয়র বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) একটি সেবামূলক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান পরিচালনায় আমার দৃঢ় অঙ্গীকার হচ্ছে, নগরবাসীর সেবার মান বৃদ্ধি করে তা জনগণের দোড়গোরায় পৌঁছে দেওয়া। চট্টগ্রাম নগরীকে অল্প সময়ে অন্যতম শ্রেষ্ঠ নগরীতে পরিণত করার জন্য পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা। শিক্ষা ও স্বাস্থ্যসেবার ইতিবাচক উন্নয়ন সাধন করে তা আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়া।

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি শাহাদাত বলেন, স্বাস্থ্যসেবা নিয়ে চসিকের উদ্যোগে আমার একটা বড় পরিকল্পনা আছে। চট্টগ্রামে কিডনি রোগী খুব বেশি, তারা সবাই কষ্ট পাচ্ছেন। চট্টগ্রাম মেডিকেলে এত বেশি রোগী, অনেকে সুযোগ পাচ্ছেন না। তাই চসিকের উদ্যোগে একটি অত্যাধুনিক ডায়ালাইসিস সেন্টার করতে চাই। যেখানে স্বল্প খরচে ডায়ালাইসিস করাতে পারবে। আমি চট্টগ্রামবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চট্টগ্রামের ড্যাব নেতাদের সহযোগিতা চাই। এক সংবর্ধনা অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন।

তিনি বলেন, মশা নিয়ন্ত্রণে প্রতিটি ওয়ার্ডে রাস্তাঘাট পরিদর্শন করবো আমি। এরই মধ্যে আমি বিভিন্ন রাস্তায় ঘুরে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেছি। মশা মারতে এখন যেসব ওষুধ ব্যবহার করা হচ্ছে সেগুলোও আমি যাচাই করবো। প্রয়োজনে মশা নিয়ন্ত্রণে নতুন ওষুধ ও নতুন প্রযুক্তি ব্যবহার করবো। তাছাড়া চট্টগ্রামে কিছু বিশেষায়িত হাসপাতাল গড়ে তোলার ইচ্ছে আছে। গ্রিন সিটি, ক্লিন সিটি, হেলদি সিটি আমার মূল ইশতেহার ছিল। আমি এগুলো বাস্তবায়ন করবো।

ড্যাব চমেক শাখার সভাপতি অধ্যাপক ডা. জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা. ফয়েজুর রহমান ও মহানগর ড্যাবের সাধারণ সম্পাদক ডা. ইফতেখার লিটনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ড্যাব চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দিন আহমেদ মানিক।

বিশেষ অতিথি ছিলেন বিএমএ চট্টগ্রাম শাখার সাবেক সাধারণ সম্পাদক ডা. খুরশিদ জামিল চৌধুরী, মহানগর ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. আব্বাস উদ্দীন, সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক সাংবাদিক জাহিদুল করিম কচি। এতে আরও বক্তব্য রাখেন ড্যাব চট্টগ্রাম শাখার উপদেষ্টা ডা. আবুল কালাম, ডা. আবদুল আলিম, ডা. এস এম তারেক, কেন্দ্রীয় ড্যাবের সহ-সাংগঠনিক সম্পাদক ডা. এস এম সারোয়ার আলম, ড্যাব নেতা ডা. ঈসা চৌধুরী, ডা. মোনায়েম ফরহাদ, ডা. শামীম আল মামুন, ডা. রিফাত কামাল রনি, ডা. শাহনেওয়াজ সিরাজ মামুন, ডা. শাকির উর রশীদ, ডা. সাইফ উদ্দিন সোহাগ প্রমুখ।

এমডিআইএইচ/ইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version