Site icon Amra Moulvibazari

রাজনীতিকে মানুষের মনে গেঁথে দিতে হবে: আলাল

রাজনীতিকে মানুষের মনে গেঁথে দিতে হবে: আলাল


বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ব্যানার ও ফেস্টুন সরিয়ে রাজনীতিকে মানুষের মনের মধ্যে গেঁথে দিতে হবে। কারণ, রাজনীতি শুধু সংগ্রাম ও লড়াইয়ের নয়।

রোববার (১০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয় নাগরিক ফোরামের উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনা, জুলাই গণঅভ্যুত্থান প্রেক্ষিত আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, যুবকের শক্তি আর বয়স্কের মস্তিষ্ক একসঙ্গে করলে পৃথিবীতে যে কোনো অসাধ্য সাধন করা সম্ভব। এ কাজটি জাতির জন্য এ মুহূর্তে প্রয়োজন।

তিনি বলেন, শহীদ নূর হোসেন স্বৈরাচারবিরোধী আন্দোলনের এক জীবন্ত পোস্টার। নূর হোসেন কোনো ব্যক্তি বা দলের সম্পদ নন, তিনি বাংলাদেশের মানুষের গর্বের প্রতীক।
বিশ্লেষক, রাজনীতিবিদ ও গবেষকদের উদ্ধৃত করে তিনি বলেন, সবাই বলছে বিএনপির মধ্যে স্বতঃস্ফূর্তভাবে অভাবনীয় পরিবর্তন এসেছে।

যুবদলের সাবেক এ সভাপতি বলেন, বিএনপির ৩১ দফা যে রূপরেখা কর্মসূচি আমরা দিয়েছি তার প্রাথমিক পদক্ষেপগুলো দেওয়া শুরু করেছি। মহানগর উত্তর ও দক্ষিণে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, এলাকায় যত ব্যানার-ফেস্টুন আছে সব সরিয়ে অবিলম্বে পরিষ্কার করতে হবে। রাজনীতিকে মানুষের মনের মধ্যে গেঁথে দিতে হবে। রাজনীতি শুধু সংগ্রাম ও লড়াইয়ের না।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে বিএনপির ৪২২ জন নেতাকর্মী নিহত হয়েছে। খালেদা জিয়া থেকে শুরু করে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের নামে মামলা হয়েছে। আদালতের বারান্দায় হাঁটতে হাঁটতে অনেকের জীবন শেষ হয়ে গেছে। একেকজনের নামে দু-তিনশো করে মামলা। কিন্তু আমরা পিছু হটিনি।

জাতীয় নাগরিক ফোরামের চেয়ারম্যান ফারুক আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, জাসাসের সাবেক সভাপতি রেজাবুদ্দোলা, সহ-ধর্মবিষয়ক সম্পাদক আমলেন্দু দাস অপু, কৃষক দল নেতা এসকে সাদী, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

কেএইচ/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version