Site icon Amra Moulvibazari

মারা গেছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের প্রথম এবং একমাত্র কৃষ্ণাঙ্গ মেয়র ডেভিড ডিসকিন্স

মারা গেছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের প্রথম এবং একমাত্র কৃষ্ণাঙ্গ মেয়র ডেভিড ডিসকিন্স

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের প্রথম এবং একমাত্র কৃষ্ণাঙ্গ মেয়র ডেভিড ডিসকিন্স মারা গেছেন । ৯৩ বছর বয়সে বার্ধক্যজনিত কারণেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে নিউ ইয়র্ক পুলিশ ।

ডিনকিন্স ১৯২৭ সালে নিউ জার্সিতে জন্মগ্রহণ করেন । হাভার্ড ইউনিভার্সিটি ও ব্রুকলিন ল ‘ স্কুল থেকে লেখাপড়া শেষ করেন তিনি । পরবর্তীতে ১৯৯০ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত নিউ ইয়র্কের মেয়রের দায়িত্ব পালন করেন তিনি ।
সোমবার এক টুইট বার্তায় ডিনকিন্সকে শ্রদ্ধা জানিয়েছেন তার উত্তরসূরি রুডি জিউলিয়ানি ।

পাশাপাশি নগরের সেবায় ডিনকিন্সের অসামান্য অবদানের কথাও উল্লেখ করেছেন তিনি ।

Exit mobile version