চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৫ বছর ধরে ছাত্রলীগের হামলা-মারধর ও চাঁদাবাজিতে জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদল।
রোববার (১০ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে অবস্থান কর্মসূচি পালিত হয়।
চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহশিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের সঞ্চালনায় সহ-সভাপতি মোহাম্মদ মামুন উর রশিদ, সিনিয়র যুগ্ম-সম্পাদক মো. ইয়াসিন ও সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় বক্তব্য রাখেন।
আহমেদ জুনাইদ/আরএইচ/জিকেএস
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।