Site icon Amra Moulvibazari

আসিফ নজরুলকে হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাসপোর্ট বাতিলের দাবি

আসিফ নজরুলকে হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাসপোর্ট বাতিলের দাবি


জেনেভায় উপদেষ্টা আসিফ নজরুলকে হেনস্তার প্রতিবাদে মুন্সিগঞ্জে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। রোববার (১০ নভেম্বর) বিকেল ৩টার দিকে মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। এসময় তারা মুন্সিগঞ্জের দুই বাসিন্দাসহ সবার দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান তারা।

বক্তারা বলেন, আসিফ নজরুলকে হেনেস্তায় সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম জমাদার ও যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুম খান দুলাল মুন্সিগঞ্জের সন্তান। দেশে না পেরে তারা বিদেশের মাটিতে এ ধরনের কাজ করে দেশের ভাবমূর্তি নষ্ট করছে। দ্রুত এ দুই হেনেস্তাকারীসহ সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। প্রয়োজনে তাদের পাসপোর্ট বাতিল করতে হবে।

মানববন্ধনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সভাপতি মো. তোতা মিয়া, অ্যাডভোকেট রোজিনা ইসলাম, অ্যাডভোকেট মো. হালিম হোসেন, ছাত্র জাহিদ হাসান, ফারদিন হাসান আবির, আজিম আহমেদ ও বুলবুল আহমেদ রাজ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরাফাত রায়হান সাকিব/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version