Site icon Amra Moulvibazari

পদ ফিরে পেলেন কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল

পদ ফিরে পেলেন কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল


ফরিদপুরে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের পদ স্থগিত করেছিল বিএনপি। রোববার (১০ নভেম্বর) কৃষক দলের সাধারণ সম্পাদক পদ শহিদুল ইসলাম বাবুলকে ফিরিয়ে দেওয়া হয়েছে।

পদ ফিরে পাওয়ার প্রতিক্রিয়ায় বাবুল বলেন, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ও কৃতজ্ঞতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বাবুলের পদ স্থগিতাদেশ প্রত্যহার বিষয়ক চিঠিতে বলা হয়, গত ২১ আগস্ট ফরিদপুর জেলাধীন নগরকান্দা উপজেলায় সংঘাত ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আপনাকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক পদসহ বিএনপির সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। নির্দেশক্রমে আপনার সব পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো।

তবে উল্লেখিত ঘটনার মতো কোনো সহিংস ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেজন্য আপনাকে কঠোরভাবে সতর্ক করা হলো। আপনি এখন থেকে দলের নীতি শৃঙ্খলা ও দায়িত্ব পালনে নিষ্ঠাবান হবেন বলে দল আশা রাখে।

কেএইচ/এমআইএইচএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version