Site icon Amra Moulvibazari

আসিফ নজরুলকে হেনস্তা, জড়িতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

আসিফ নজরুলকে হেনস্তা, জড়িতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি


অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলকে সুইজারল্যান্ডে হেনস্তাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

রোববার (১০ জানুয়ারি) সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল, সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) গভর্নিং বডি এবং সংস্থাটির গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে বৃহস্পতিবার (৭ নভেম্বর) জেনেভা বিমানবন্দরে পৌঁছালে, সেখানে গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী দুর্বৃত্তদের দ্বারা হেনস্তার শিকার হযন। সুইজারল্যান্ডে ফ্যাসিস্ট আওয়ামী দুর্বৃত্তদের দ্বারা সংগঠিত এই নিন্দনীয় ঘটনার মাধ্যমে ড. আসিফ নজরুলের মতো একজন দেশপ্রেমিক ও সম্মানিত ব্যক্তিকে অপমান করা হয়েছে, যা স্বাধীন মতপ্রকাশের অধিকারকে হুমকির মুখে ফেলেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হচ্ছে। আমরা সুইস সরকার এবং বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি, এ ধরনের ঘটনাগুলো যেন ভবিষ্যতে আর না ঘটে।

এছাড়া বিজ্ঞপ্তিতে বলা হয়, যারা দেশে ও বিদেশে ভিন্নমতের কণ্ঠকে দমাতে চায়, তাদের অবিলম্বে বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয়।

এনএস/এমআরএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version