Site icon Amra Moulvibazari

ঘোড়ার গাড়িতে চড়ে শিক্ষকের রাজকীয় বিদায়

ঘোড়ার গাড়িতে চড়ে শিক্ষকের রাজকীয় বিদায়


ঘোড়ার গাড়িতে চড়ে রাজকীয় বিদায় নিয়েছেন আবুল হাসনাত মো. তাহের। শনিবার (৯ নভেম্বর) অশ্রুসিক্ত নয়নে ফুলসজ্জিত ঘোড়ার গাড়িতে করে বাড়ি পৌঁছে দিয়েছেন সহকর্মী ও শিক্ষার্থীরা।

আবুল হাসনাত মো. তাহের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবুল হাসনাত মো. তাহের। তিনি ৩৪ বছর শিক্ষকতা করেন এ বিদ্যালয়ে।

বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ বেলাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুমন দাসের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ, ভাটিয়ারী বিজয় সরণি ডিগ্রি কলেজের অধ্যক্ষ শিব শংকর শীল, সোনাইছড়ি ইউপির সাবেক চেয়ারম্যান নুর উদ্দিন মো. জাহাঙ্গীর চৌধুরী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও প্রাক্তন ছাত্র মো. নাজিমুদৌলা, ব্যবসায়ী মো. জহুরুল আলম, বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য মো. মাহবুবুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

বিদায়কালে শিক্ষক আবুল হাসনাত মো. তাহের শিক্ষার্থীদের বলেন, আমি বিদায় নিচ্ছি, কিন্তু দোয়া রেখে গেলাম। তোমরা নিজেদের মানবিক মানুষ হিসেবে গড়ে তুলবে।

প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ বলেন, বিদায় বড় কষ্টের, তবুও মানতে হবে। আমাকে এভাবে একদিন বিদায় নিতে হবে। একজন শিক্ষকের বিদায়কে স্মরণীয় করে রাখতে তাকে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে।

ভাটিয়ারী বিজয় সরণি ডিগ্রি কলেজের অধ্যক্ষ শিব শংকর শীল বলেন, একজন শিক্ষক যখন তার চাকরিজীবন শেষে বাড়ি ফিরে যান তখন অনেক কষ্ট পান। সন্তানতুল্য শিক্ষার্থীদের রেখে চলে যাওয়া খুবই কষ্টের। বিদায়ের কষ্ট কিছুটা কমানোর জন্য কর্তৃপক্ষ ব্যতিক্রমী এমন আয়োজন করেছে।

এম মাঈন উদ্দিন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version