Site icon Amra Moulvibazari

সমন্বয় ছাড়া সেবা সংস্থাগুলো রাস্তা খুঁড়তে পারবে না

সমন্বয় ছাড়া সেবা সংস্থাগুলো রাস্তা খুঁড়তে পারবে না


সমন্বয় ছাড়া সেবা সংস্থাগুলো রাস্তা খুঁড়তে পারবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন। রোববার (১০ নভেম্বর) নগরের কালামিয়া বাজারে মশক নিধন অভিযানের উদ্বোধনের সময় এসব কথা বলেন তিনি।

মেয়র বলেন, সমন্বয় ছাড়া কোনো সেবাদানকারী সংস্থা রাস্তা খোঁড়াখুঁড়ি করতে পারবে না। আমরা সব সেবাদানকারী সংস্থার মধ্যে সমন্বয় নিশ্চিত করতে চাই।

এসময় তিনি সিডিএ, ওয়াসা, টিঅ্যান্ডটি, পিডিবি, কর্ণফুলী গ্যাস, পানি উন্নয়ন বোর্ডসহ সব সেবাদানকারী সংস্থাকে চট্টগ্রাম সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, মশক নিধন অভিযান আরও জোরদার করা হবে এবং ওষুধের গুণগত মান ল্যাব টেস্ট করা হবে। এ ব্যাপারে কোনো ধরনের আপস করা হবে না। আমরা আশা করছি মশক নিধনে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারবো।

পরিচ্ছন্নতা কর্মীদের উদ্দেশ্যে মেয়র বলেন, বিগত সরকারের আমলে প্রতি ওয়ার্ডে ৪০-৫০ জন করে পরিচ্ছন্নকর্মী নিয়োগ দেওয়া হয়েছিল। তারা ঠিকমতো কাজ করছে কি না আপনারা তা দেখবেন। কাজ না করলে আমাদের জানাবেন। তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এমনকি তাদের চাকরি থেকেও বরখাস্ত করা হতে পারে।

তিনি পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তাদের ইমানদারিত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালন করার ওপর জোর দেন।

নাগরিকদের উদ্দেশ্যে মেয়র বলেন, চট্টগ্রামের একজন নাগরিক হিসেবে আপনাকে হোল্ডিং ট্যাক্স দিতে হবে। আমি অনেক বকেয়া ট্যাক্সের তালিকা দেখেছি।

মেয়র রাস্তা-ঘাটের জরাজীর্ণ অবস্থার কথা উল্লেখ করে বলেন, এলাকার রাস্তাঘাটের অবস্থা দেখেছি। মানুষ কষ্ট পাচ্ছে। যেসব রাস্তাঘাট জনদুর্ভোগের কারণ হচ্ছে সেগুলো দ্রুত মেরামত করা হবে। জলাবদ্ধতার মূল কারণ হচ্ছে নালা নর্দমা অপরিষ্কার।

তিনি সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করার আহ্বান জানান।

এসময় মেয়র পরিচ্ছন্ন কর্মীদের হাজিরা নেন এবং স্থানীয়দের কাছে কাজের পারফরম্যান্স জানতে চান। তিনি ঘোষণা দেন, আজ থেকে রাতে চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কার্যক্রম চলবে।

এএজেড/এমআইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version