অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা হিসেবে যুক্ত হতে যাচ্ছেন চলচ্চিত্রকার মোস্তফা সরয়ার ফারুকী। আজ (১০ নভেম্বর) রোববার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে তিনি শপথ নেবেন। দুপুর থেকে এ খবর শোনা যাচ্ছিল। তবে এখন পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করতে পারেনি কোনো পক্ষ।
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে নতুন পাঁচজন যুক্ত হচ্ছেন বলে জানা গেছে। আজ সন্ধ্যায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ অনুষ্ঠানের কথা নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তবে নতুন উপদেষ্টা হিসেবে কারা যুক্ত হচ্ছেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
উপদেষ্টা পরিষদে নতুন যুক্ত হওয়া যাদের নাম শোনা যাচ্ছে, তারা হলেন এবি পার্টি থেকে সদ্য পদত্যাগ করা আহ্বায়ক ও সাবেক সচিব এ এফ এম সোলায়মান চৌধুরী, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরী, সাবেক নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মঞ্জুরুল ইসলাম ও মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এ ছাড়া একজন বিশেষজ্ঞ চিকিৎসক ও চলচ্চিত্রকার নতুন উপদেষ্টা পরিষদে যুক্ত হতে পারেন বলে জানা গেছে। নতুন যুক্ত হতে যাওয়া উপদেষ্টা তালিকায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হেসেন জিল্লুর রহমানের নামও রয়েছে বলে শোনা যাচ্ছে।
আরএমডি