হলিউড তারকা জেনিফার লোপেজ তার প্রাক্তন স্বামী বেন অ্যাফ্লেকের কিছু কর্মকাণ্ড নিয়ে অসন্তুষ্ট। সূত্রের খবর, তিনি বেনের নতুন লুক, তার ডেটিং জীবন, এবং বিশেষভাবে তার নতুন বন্ধুদের সঙ্গে সম্পর্ক নিয়ে বিরক্ত। কারণ বেনের নতুন বন্ধুরা আবার জেনিফারের পুরনো বন্ধু। এর মধ্যে অন্যতম তার নিজেরও পুরোনো বন্ধু ডেভিড এবং ভিক্টোরিয়া বেকহ্যাম।
একটি সূত্র ইনটাচ উইকলিকে জানিয়েছে, জেনিফার বেকহ্যাম দম্পতির সঙ্গে বেন অ্যাফ্লেকের বন্ধুত্ব গড়ানোর বিষয়ে ক্ষুব্ধ। মায়ামিতে আসার পর বেন অ্যাফ্লেক ক্রমশই বেকহ্যাম দম্পতির সাথে ঘনিষ্ঠ হয়ে উঠছেন। এটি জেনিফারের কাছে অস্বস্তিকর হয়ে উঠেছে। কারণ তিনি চান না তার জীবনে শত্রু হয়ে উঠা কেউ তারই বন্ধুদের সঙ্গে মিশুক।
সূত্রটি বলেছে, জেনিফার সবসময় ভিক্টোরিয়াকে পছন্দ করেন। তাকে অনেক ভালোবাসেন। বিশেষ করে যখন তিনি মার্ক অ্যানথনির সঙ্গে বিয়ে করেছিলেন তখন তারা খুব কাছাকাছি ছিলেন। কিন্তু মার্কের সঙ্গে বিচ্ছেদের পর তাদের সম্পর্ক দূরত্ব এসে যায়। তবে জেনিফার এখনও ভিক্টোরিয়াকে বন্ধু হিসেবে মনে করেন।
সূত্রটি আরও জানিয়েছে, এখন বেন হঠাৎ করে বেকহ্যাম দম্পতির সঙ্গে অনেক সময় কাটাচ্ছে। তিনি এখন জেনিফারের পুরোনো বন্ধুদের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছেন। যা জেনিফারকে বিরক্ত করছে। অভিনেত্রী ও গায়িকা সরাসরি অভিযোগ করেছেন, বেন যেন তার বন্ধুদের চুরি করতে চাইছে যাতে তাকে আঘাত করা যায়। এ বিষয়টি পছন্দ করছেন না তিনি।
জেনিফার লোপেজ এবং বেন অ্যাফ্লেক প্রথম একে অপরকে ‘গিগলি’ ছবির শুটিং সেটে চিনতে শুরু করেন। ২০০২ সালের শেষের দিকে তারা ডেটিংয়ে যান। সে বছরই তারা বিয়ের ঘোষণা দিয়ে আংটি বদল করেন। কিন্তু ২০০৩ সালে তারা তাদের বিয়ে স্থগিত করেন। ২০০৪ সালে আনুষ্ঠানিকভাবে তাদের সম্পর্ক ভেঙে যায় মিডিয়া ও পাপারাজ্জির চাপে।
এরপর ১৭ বছর পর ২০২১ সালে তারা আবার একে অপরের সাথে সম্পর্ক শুরু করেন। এক বছর পর তারা আবার বিয়ের ঘোষণা দেন হন এবং একটি বড় আয়োজনে বিয়েও করেন। তবে এখন গুঞ্জন শোনা যায়, তারা আবারও আলাদা হয়ে যাচ্ছেন।
হলিউডের আলোচিত গণমাধ্যম টিএমজেডের প্রতিবেদন অনুযায়ী, লোপেজ ২০২৪ সালের ২০ আগস্ট ডিভোর্সের আবেদন করেছেন। সেখানে ২৬ এপ্রিল তাদের বিচ্ছেদের তারিখ উল্লেখ করেছেন তিনি।
এলএ/জিকেএস