Site icon Amra Moulvibazari

যান চলাচল স্বাভাবিক, সতর্ক অবস্থায় পুলিশ

যান চলাচল স্বাভাবিক, সতর্ক অবস্থায় পুলিশ


গণঅভ্যুত্থানের তিনমাস পর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের দেওয়া কর্মসূচিকে ঘিরে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার (১০ নভেম্বর) সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বেশ কয়েকটি পয়েন্টে অবস্থান নিয়েছে পুলিশ। তবে মহাসড়কের সাইনবোর্ড থেকে সোনারগাঁওয়ের মেঘনা টোল প্লাজা পর্যন্ত আত্মগোপনে থাকা আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে দেখা যায়নি।

সরেজমিনে দেখা গেছে, কর্মসূচিকে ঘিরে মহাসড়কে কোনো প্রভাব পড়েনি। প্রতিদিনের ন্যায় আজও নির্বিঘ্নে যাত্রী ও যানবাহন চালকরা গন্তব্যে পৌঁছাতে পারছেন। এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সড়কে তেমন দেখা যায়নি। শিমরাইল মোড়, কাঁচপুর ও মদনপুর বাসস্ট্যান্ডে সামনে দেখা যায় পুলিশকে। বলা চলে স্বাভাবিক দিনের মতোই কর্মে রয়েছে তারা।

অপরদিকে আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান কাঁচপুরে অবস্থান নিয়েছে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। উপস্থিত নেতারা বক্তব্যে বলেছেন, স্বৈরাচার মাথাচাড়া দিয়ে দেশকে অস্থিতিশীলের পরিকল্পনা করছে। আমরা সেটি হতে দিবো না।

ঢাকার গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকায় আওয়ামী লীগ ও বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের পাল্টাপাল্টি কর্মসূচিতেও যানজটের ভোগান্তিতে পড়তে হয়নি।

সাইনবোর্ড যাত্রী উঠানোর সময় ঠিকানা পরিবহনের চালক আসলাম মুন্সি বলেন, রস্তাতো একেবারে ফাঁকা। শুনছি পলাতক শেখ হাসিনার লোকজন নাকি গুলিস্তান আন্দোলন করবে। আমরা তো কিছুই দেখলাম না। রাস্তায় পুলিশ নিয়মিত দিনের মতো কাজ করছে।

চিটাগাংরোড থেকে গুলিস্তানে যাওয়া কোমল মিনিবাসের চালক বলেন, ২৫ মিনিট সময় লেগেছে গুলিস্তান যেতে। আগে দেখাতাম আওয়ামী লীগের কোনো মিছিল হলে রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকা লাগতো।

চিটাগাংরোড অংশে শিমরাইল হাইওয়ে ক্যাম্পের ও জেলা পুলিশের ২০ জনের বেশি সদস্য অবস্থান করছে বলে জানিয়েছেন শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবু নাঈম। তবে এখন পর্যন্ত কোথাও বিশৃঙ্খলা কিংবা আওয়ামী লীগের নেতাকর্মীর উপস্থিতি দেখেননি তারা।

মহাসড়কের পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ বলেছেন, আমরা আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে মহাসড়কে কিছুই পাইনি। আমাদের টহল টিমসহ নিয়মিত ডিউটি চালু রয়েছে। এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা হয়নি।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, আমাদের টিম ডাচ্ বাংলায় অবস্থান করছে। এখন পর্যন্ত সব কিছুই স্বাভাবিক পেয়েছি। আওয়ামী লীগের কোনো লোকজন সিদ্ধিরগঞ্জে চোখে পড়েনি।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসাইন জানান, এখন পর্যন্ত কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেছে। যে কোনো বিশৃঙ্খলা ঠেকাতে আমাদের পুলিশ সদস্যরা কাঁচপুর ও মদনপুর অবস্থান করছে। সবকিছু স্বাভাবিক রয়েছে।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version